West Bengal Assembly Election 2021, Phase1 : বীরভূমে ভোটের আগে আজ সর্বদলীয় বৈঠক, বীরভূম জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা, ওয়েব কাস্টিং-এ নাকা চেকিং
- Published by:Pooja Basu
Last Updated:
তবে অন্যান্য বার জেলায় তিনটি EVM ডিস্ট্রিবিউশান সেন্টার থাকলেও এবার একটি EVM ডিস্ট্রিবিউশান সেন্টার বাড়ানো হয়েছে বীরভূমে।
#বীরভূম: বীরভূমে নির্বাচনের (West Bengal Assembly Election 2021 Phase 1) আগে শুক্রবার সর্বদলীয় বৈঠক হয় বীরভূমে জেলা শাসকের দফতরে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম প্রস্তাব দেয়। তৃণমূলের (TMC) তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, যে সমস্ত পরিবহণ কর্মী নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদের পোস্টাল ব্যালটের (Postal Ballot) মাধ্যমে ভোট করানোর। পাশাপাশি এই বৈঠকে জেলার প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত আলোচনা ও মনোনয়নের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। জেলা শাসক দেবী প্রসাদ করনম জানিয়েছেন সিউড়ি জেলা শাসকের দফতর, বোলপুর এস ডি ও অফিস এবং রামপুরহাট এস ডি ও অফিসে এই মনোনয়ন প্রক্রিয়া চলবে।
সিউড়ি জেলা শাসকের দফতর মনোনয়ন দাখিল করবে সিউড়ি, সাঁইথিয়া, ময়ূরেশ্বর ও দুবরাজপুর বিধানসভার প্রার্থীরা। অন্যদিকে বোলপুরে মনোনয়ন দাখিল করবে বোলপুর, নানুর ও লাভপুরের বিধানসভা ভোটের প্রার্থীরা, রামপুরহাটে মনোনয়ন দাখিল করবে রামপুরহাট, নলহাটি ও মুরারই বিধানসভার প্রার্থীরা। ৩১ শে মার্চ থেকে বীরভূম জেলায় মনোনয়ন প্রক্রিয়া শুরু হচ্ছে। পুলিশ অবজারভার সমেত অন্যান্য অবজারভাররা শীঘ্রই জেলায় এসে পৌঁছাবেন বলে জেলা শাসক জানিয়েছেন। তবে অন্যান্য বার জেলায় তিনটি EVM ডিস্ট্রিবিউশান সেন্টার থাকলেও এবার একটি EVM ডিস্ট্রিবিউশান সেন্টার বাড়ানো হয়েছে বীরভূমে। এবার নলহাটিতে নতুন ডিস্ট্রিবিউশান সেন্টার করছে নির্বাচন কমিশন (Election Commission)। সেখান থেকে নলহাটি ও মুরারই এলাকার ভোটকর্মীদের EVM ডিস্ট্রিবিশান করা হবে। তবে ভোট গণনা কেন্দ্র প্রতিবারের মতো জেলাতে তিনটিই হচ্ছে।
advertisement
advertisement
সিউড়ি ভোট গণনা কেন্দ্রে ভোট গননা হবে সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর ও ময়ূরেশ্বর বিধানসভার। বোলপুর ভোট গণনা কেন্দ্রে ভোট গণনা হবে বোলপুর, লাভপুর ও নানুর বিধানসভা কেন্দ্রের। রামপুরহাট ভোট গণনা হবে রামপুরহাট, নলহাটি ও মুরারই বিধানসভা কেন্দ্রের। নাকা তল্লাশির উপর এবার বিশেষ জোড় দেওয়া হয়েছে৷ বীরভূমের মহম্মদবাজারের সহ বেশ কিছু ঝাড়খণ্ড সীমানা এলাকায়র নাকা চেক পোস্টে সিসিটিভি লাগানো হয়েছে৷ যার ফুটেজ নির্বাচন কমিশনের যে কোনও অফিস থেকে দেখা যাবে। আরও প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। অন্য দিকে বীরভূমের নির্বাচন কমিশনের রির্টার্নিং অফিসার দেবী প্রসাদ করনম জানিয়েছেন তাঁরা প্রার্থীদের বক্তব্যের উপরও নজর রাখছেন। সমস্ত ধরনের বক্তব্যের ভিডিও রেকর্ডিং করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2021 5:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Assembly Election 2021, Phase1 : বীরভূমে ভোটের আগে আজ সর্বদলীয় বৈঠক, বীরভূম জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা, ওয়েব কাস্টিং-এ নাকা চেকিং