West Bardhaman News: রান্নার জন্য গ্যাস জ্বালাতে গিয়ে দুর্ঘটনা! আগুনে পুড়ে গেল মহিলার শরীর, পাইপ থেকে গ্যাস লিক হয়ে মারাত্মক কাণ্ড
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
West Bardhaman News: সন্ধ্যাবেলায় রান্নার জন্য গ্যাস জ্বালানোর সময় পাইপ থেকে গ্যাস লিক হওয়ায় আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় মমতাদেবীর শরীরের একাংশ পুড়ে যায়। সেই সঙ্গে বিদ্যুৎ সরঞ্জাম সহ ঘরের বেশ কিছু জিনিসপত্র পুড়ে ক্ষতি হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
অন্ডাল, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তীঃ পাইপ থেকে গ্যাস লিক হয়ে বড় দুর্ঘটনা। গ্যাস জ্বালাতে গিয়ে আগুন লেগে জখম হলেন এক গৃহবধূ। শনিবার সন্ধ্যা নাগাদ উখরা সৌমন্ডল পাড়ায় ঘটনাটি ঘটেছে। আহত মহিলার নাম মমতা সাউ।
জানা যাচ্ছে, এদিন সন্ধ্যাবেলায় রান্নার জন্য গ্যাস জ্বালানোর সময় পাইপ থেকে গ্যাস লিক হয়ে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় মমতাদেবীর শরীরের একাংশ পুড়ে যায়। সেই সঙ্গে বিদ্যুৎ সরঞ্জাম সহ ঘরের বেশ কিছু জিনিসপত্র পুড়ে ক্ষতি হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুনঃ ডাকাতির উদ্দেশে এলাকায় ঘোরাঘুরি! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, হাতেনাতে ২ ডাকাত গ্রেফতার
প্রতিবেশীরা জখম মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উখড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সেখান থেকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
শহর থেকে গ্রাম, বর্তমানে প্রায় সব জায়গাতেই গ্যাস সিলিন্ডারে রান্না হয়। মাঝেমধ্যে সিলিন্ডার থেকে নানা রকম দুর্ঘটনাও ঘটে। এদিন উখরা সৌমন্ডল পাড়াতেও একই জিনিস ঘটেছে। সন্ধ্যাবেলায় রান্নার জন্য গ্যাস জ্বালাতে গিয়েছিলেন মমতাদেবী। সেই সময় পাইপ থেকে গ্যাস লিক হওয়ায় আগুন ধরে যায়। সেই আগুনে তাঁর শরীরের একাংশ পুড়ে যায়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উখড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 01, 2025 10:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: রান্নার জন্য গ্যাস জ্বালাতে গিয়ে দুর্ঘটনা! আগুনে পুড়ে গেল মহিলার শরীর, পাইপ থেকে গ্যাস লিক হয়ে মারাত্মক কাণ্ড

