West Bardhaman News: ঘর-সংসার, স্বামী-সন্তান সামলেও আজ তিনি অনন্যা! আন্তর্জাতিক মঞ্চে বড় জয় গৃহবধূর

Last Updated:

West Bardhaman News: যেখানে অংশগ্রহণ করেছিলেন বাছাই করা ১২ জন প্রতিযোগী। যার মধ্যে বাংলা থেকেছিলন একমাত্র পারোমি দেবী। 

+
অন্ডাল

অন্ডাল বিমানবন্দরে পারোমি গোস্বামী।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : একা হাতে সামাল দেন ঘর-সংসার। সামাল দেন স্বামী, সন্তানদের। তারপরেও আজ তিনি অনন্যা। আন্তর্জাতিক মঞ্চে বড় জয় করে ফিরলেন দুর্গাপুরের গৃহবধূ। আবারও দুর্গাপুরের মুকুটে জুড়ল নতুন পালক। গৃহবধূর এই সাফল্যে খুশি শহরের মানুষজন। ঘর সংসার সামলেও ফ্যাশন শোয়ের মঞ্চ মাতিয়ে দিয়ে এলেন দুর্গাপুরের পারোমি গোস্বামী। ছিনিয়ে আনলেন রানার্স-আপের খেতাব।
গত ১৭ মার্চ দিল্লির একটি পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছিল ইন্টারন্যাশনাল ফ্যাশন শো। এএফটি মিস অ্যান্ড মিসেস ইন্টারন্যাশনাল ফ্যাশন শো আয়োজিত হয়েছিল সেখানে। যেখানে অংশগ্রহণ করেছিলেন বাছাই করা ১২ জন প্রতিযোগী। যার মধ্যে বাংলা থেকে ছিলেন একমাত্র পারোমি দেবী। সেখানেই তিনি জয় করে ফিরেছেন। পেয়েছেন দ্বিতীয় স্থান। এই সাফল্যে পারোমি দেবী যেমন খুশি, তেমনি খুশি তার পরিবার-পরিজন, প্রতিবেশীরা।
advertisement
তবে এত বড় মঞ্চে জয় করা সহজ ছিল না। সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন দুর্গাপুরের এই গৃহবধূ। তিনি জানিয়েছেন, এর আগে বেশ কয়েকটি খেতাব তিনি পেয়েছেন। আন্তর্জাতিক ফ্যাশন শো-এর ফাইনাল মঞ্চে যাওয়ার আগে ছিল আরও কিছু ধাপ। গত মার্চ মাসে কলকাতায় হয়েছে বাংলার অডিশন। সেখান থেকেই এই আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার জন্য রাজ্যে একমাত্র প্রতিযোগী হিসেবে টিকিট পেয়েছিলেন। আর ফাইনাল মঞ্চে গিয়ে তিনি হয়েছেন দ্বিতীয়। প্রথম হয়েছেন হিমাচলের এক প্রতিযোগী।
advertisement
advertisement
প্রসঙ্গত, দুর্গাপুরের সিটি সেন্টারের প্রীতিলতা ওয়াদেকার সরণির বাসিন্দা পারোমি গোস্বামী। স্বামী, এক পুত্র সন্তান ও এক কন্যা নিয়ে তার সংসার। ফ্যাশন জগতে বেশ কয়েকটি খেতাব ইতিমধ্যেই জয় করেছেন তিনি। অন্ডাল বিমানবন্দরে নেমে তিনি জানিয়েছেন, প্রথম না হওয়ার আক্ষেপ কিছুটা থাকল। তবে এই সাফল্যে তিনি দারুণ খুশি। আগামী দিনে আরও বড় মঞ্চে জয়ী হতে চান বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি, গৃহবধূরা ঘর সংসার সামলেও যে বড় মঞ্চে নিজেদের সফল করে তুলতে পারেন তার নিদর্শন রেখেছন শিল্পাঞ্চলের বাসিন্দা এই গৃহবধূ।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: ঘর-সংসার, স্বামী-সন্তান সামলেও আজ তিনি অনন্যা! আন্তর্জাতিক মঞ্চে বড় জয় গৃহবধূর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement