West Bardhaman News: দুর্গাপুরের জনবহুল রাস্তায় বিশাল ধস...! আচমকা এমন ঘটনায় যা ঘটল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
West Bardhaman News: প্রবল বৃষ্টিপাতে দুর্গাপুর স্টিল টাউনশিপের গুরুত্বপূর্ণ রাস্তায় ধসের ঘটনায় আতঙ্ক। শেষমেশ যা হল...
পশ্চিম বর্ধমান (দুর্গাপুর): ফের দুর্গাপুর স্টিল টাউনশিপের গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তায় বিশাল ধস নামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক আতঙ্কের সৃষ্টি হয় পথচারীদের মধ্যে। বিপদজনক ঘটনাস্থলে দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি লাল ফিতে দিয়ে ঘিরে ফেলা হয়। যাতায়াত বন্ধ করা হয় ওই রাস্তা দিয়ে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় ধসে যাওয়া রাস্তাটি মেরামতির জন্য প্রস্তুতি শুরু করেন।
ওই রাস্তাটি ডিএসপি কারখানা যাওয়ার প্রধান রাস্তার সংযোগস্থল। যদিও ধস নামার সময় ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করলেও কোনও দুর্ঘটনা ঘটেনি। উল্লেখ্য, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের খনি অঞ্চলে ধসের মত ঘটনা প্রায়শই হয়ে থাকে। তবে শিল্পাঞ্চলের টাউনশিপে সচারাচর হয় না। তবে বছর দুয়েক আগেও একবার ওই এলাকায় কনিষ্ক গোলায় পিচ রাস্তায় ধস নামে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যাওয়ার প্রধাণ রাস্তায় ওই ঘটনাটি ঘটে।
advertisement
advertisement
ডিএসপি মেনগেট যাওয়ার লিঙ্ক রোডের কনিষ্ক বলয়ের কাছে ধস হয়েছিল। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শ্রমিকদের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা এবং ১৯ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী রাস্তা লিঙ্ক রোড। যদিও এদিন রাস্তার যে অংশে ধস হয়েছে সেই রাস্তাটি স্টিল টাউনশিপের কনিষ্ক থেকে সেকেন্ডারি যাওয়ার রাস্তা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশে বিকল্প রাস্তা থাকায় তেমন সমস্যায় পড়তে হবেনা পথচারীদের। তবে ধসের আকার বাড়লে যাতায়াতে সমস্যার সৃষ্টি হবে।যদিও ডিএসপি সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষ ভোগান্তি এড়াতে যুদ্ধকালীন তৎপরতায় রাতভোর মেরামতির কাজ হবে।
দীপিকা সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 4:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: দুর্গাপুরের জনবহুল রাস্তায় বিশাল ধস...! আচমকা এমন ঘটনায় যা ঘটল