Weather Update: বাড়ছে তাপমাত্রা, মার্চের মাঝামাঝি থেকেই ভ্যাপসা গরম? রইল আবহাওয়ার খবরাখবর
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ফের বদল ঘটছে আবহাওয়ার, বৃষ্টি বিদায় নিয়ে বাড়বে গরমের দাপট
পুরুলিয়া : ধীরে ধীরে আবহাওয়ার বদল হতে শুরু করেছে দক্ষিণের জেলাগুলিতে। গরম বাড়বে। পুরুলিয়ায় তাপমাত্রার পারদ বাড়ছে ধীরে ধীরে। গত কয়েকদিন তাপমাত্রার পারদ বেশ খানিকটা কমেছিল জেলায়। কিন্তু ফের আবহাওয়ার পরিবর্তন। সকাল থেকেই মেঘলা আকাশ, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে।
রবিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। খুব শীঘ্র গরমের দাপটে নাজেহাল হতে চলেছে জেলা পুরুলিয়া।দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
advertisement
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া… কোথাও আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে দক্ষিণের জেলাগুলিতে। মার্চের মাঝামাঝি ভ্যাপসা গরমের অনুভূতি হবে। বৃষ্টি বহাল থাকছে উত্তরে। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2025 4:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Update: বাড়ছে তাপমাত্রা, মার্চের মাঝামাঝি থেকেই ভ্যাপসা গরম? রইল আবহাওয়ার খবরাখবর









