WB HS 12th Result 2023: একই জেলার দুই রত্ন উচ্চ মাধ্যমিকের প্রথম দশে, অভিরূপ, সুমিত হতে চান ইঞ্জিনিয়ার

Last Updated:

ঊচ্চমাধ্যমিকে মেধাতালিকার সপ্তম স্থানে জেলার দু'জন। একজন বীরভূম জেলা স্কুলের অভিরূপ পাল এবং অপরজন রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবনের সুমিত মুখোপাধ্যায়।

+
একই

একই জেলার দুই রত্ন উচ্চ মাধ্যমিকের প্রথম দশে, অভিরূপ, সুমিত হতে চান ইঞ্জিনিয়ার

বীরভূম: ঊচ্চ মাধ্যমিকে মেধাতালিকার সপ্তম স্থানে জেলার দু’জন। একজন বীরভূম জেলা স্কুলের অভিরূপ পাল এবং অপরজন রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবনের সুমিত মুখোপাধ্যায়। দু’জনের প্রাপ্ত নম্বর ৪৯০।বুধবার ঊচ্চমাধ্যমিক ফল ঘোষণা হয়। সেখানে মেধাতালিকায় প্রথম দশে মোট ৮৯ জন স্থান করে নেয়।
এই জেলায় মোট তিনজন মেধাতালিকায় স্থান পেয়েছে। তার মধ্যে একজন পঞ্চম হয়েছে এবং দু’জন সপ্তম হয়েছে। সিউড়ি ডাঙ্গালপাড়ার বাসিন্দা অভিরূপ পাল। সে বীরভূম জেলা স্কুলের ছাত্র৷ অভিরূপ জানায়, সে সারাদিনে ৯ থেকে ১০ ঘন্টা পড়াশুনা করত। পড়াশুনার পাশাপাশি গল্পের বই পড়তে এবং খেলা দেখতে সে ভালোবাসে। ভবিষ্যতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়।
advertisement
advertisement
রামপুরহাটের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা সুমিত মুখোপাধ্যায়। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। সে বলে, তার পড়াশুনার পাশাপাশি গান করা, গিটার বাজানো খুবই পছন্দের।
Subhadip Pal
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB HS 12th Result 2023: একই জেলার দুই রত্ন উচ্চ মাধ্যমিকের প্রথম দশে, অভিরূপ, সুমিত হতে চান ইঞ্জিনিয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement