দেড় মাস ধরে জলের তলায় এই তিন গ্রাম! পুরোটা জানলে আপনারও খারাপ লাগবে

Last Updated:

ভয়াবহ বন্যা ও ভাঙনের ফলে একাধিকবার ভাগীরথী তার গতিপথ বদলেছে। ফলে ভিটেমাটি হারিয়ে আশ্রয়ের সন্ধানে গ্রামের মানুষ নদীর ওপারে গিয়ে নতুন জীবন শুরু করেন। সেখানেই গড়ে ওঠে তিনটি আলাদা জনপদ- চর কবিরাজপুর, চর বিষ্ণুপুর ও চর কালিকাপুর

+
বাসিন্দারা

বাসিন্দারা কষ্টে দিন কাটাচ্ছেন

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: বর্ষায় অতিরিক্ত বৃষ্টিতে ভাগীরথীতে জলস্ফিতি। এই জলস্ফিতির মাত্রা এতটাই বেশি যে নদীর পাড় উপচে জল ঢুকে পড়েছে গ্রামগুলিতে। একসময় সবুজে ভরা জনপদগুলো এখন থইথই জলে ডুবে গেছে। চারিদিকে যেন এক বিশাল জলরাশির সমুদ্র! কোথাও সব্জি ক্ষেত, কোথাও উঠোন, কোথাও আবার গ্রামীণ পথঘাট সবই জলমগ্ন। ঘর থেকে বেরোনোই যেন প্রাণের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। দেড় মাস ধরে গ্রামের রাস্তায়, বাড়ির সামনে হাঁটু সমান নোংরা জল জমে আছে। প্রতিদিন সেই জল ডিঙিয়ে স্কুলে যাওয়া শিশু থেকে শুরু করে বাজারে যাওয়া বৃদ্ধ, সবাইকে হিমশিম খেতে হচ্ছে। কাটোয়ার অগ্রদ্বীপের চর কবিরাজপুর, চর কালিকাপুর ও চর বিষ্ণুপুরের মানুষ আজ জলযন্ত্রণায় একেবারে অসহায় হয়ে পড়েছে। কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপ পঞ্চায়েতের কবিরাজপুর, বিষ্ণুপুর, কালিকাপুর গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে ভাগীরথী। নদীর অপর পারে, অর্থাৎ নদিয়া জেলার মূল ভূখণ্ডের সঙ্গে বহুদিন ধরেই সম্পর্ক ছিল এই জনপদগুলির।
কিন্তু ভয়াবহ বন্যা ও ভাঙনের ফলে একাধিকবার ভাগীরথী তার গতিপথ বদলেছে। ফলে ভিটেমাটি হারিয়ে আশ্রয়ের সন্ধানে গ্রামের মানুষ নদীর ওপারে গিয়ে নতুন জীবন শুরু করেন। সেখানেই গড়ে ওঠে তিনটি আলাদা জনপদ- চর কবিরাজপুর, চর বিষ্ণুপুর ও চর কালিকাপুর। বর্তমানে চর কবিরাজপুর ও চর কালিকাপুর মিলিয়ে রয়েছে একটি বুথ। যেখানে ভোটার ২৪০ জন। চর বিষ্ণুপুরের আলাদা বুথ, ভোটার প্রায় ৫০০ জন। কিন্তু ভাগীরথী আবার নদিয়া জেলার দিকে ভাঙছে, বদলে দিচ্ছে গোটা এলাকার চিত্র।
advertisement
আরও পড়ুন: পুরনো মালিকের কাকার গাজোয়ারি, নতুন কেনা জমিতে চাষে বাধা! ধুন্ধুমার মালদহে, দেখুন ভিডিও
ভাঙনের ভয়ে মানুষ যেমন আতঙ্কিত, তেমনই টানা বৃষ্টিতে জলাবদ্ধতার যন্ত্রণা তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। স্থানীয় বাসিন্দা রত্না মাহান্ত বলেন, আমাদের চরম অসুবিধা হচ্ছে। এই জলের মধ্যে খুব কষ্টে আছি। অনেকদিন ধরে এই অবস্থা ।
advertisement
advertisement
টানা বৃষ্টি, তার সঙ্গে ভাগীরথী ফুঁসে ওঠায় এই তিনটি গ্রাম আজ পুরোপুরি জলমগ্ন। এমনকি লাগোয়া নদিয়া জেলার কয়েকটি গ্রামও একই দুর্দশার শিকার। একসময় যে সবুজ পাটক্ষেত, সব্জি জমি, কলাবাগান গ্রামের রোজগারের প্রধান অবলম্বন ছিল, সেগুলো এখন জলের নিচে। বেশ কয়েকটি বাড়ির উঠানেও থইথই জল। অনেকে ঘরে ঢুকে পড়া জল সামাল দিতে মরিয়া হয়ে উঠেছেন। শিশুরা স্কুলে যেতে পারছে না, কৃষকেরা জমিতে নামতে পারছেন না, বধূরা পানীয় জল আনতে গিয়ে চরম অসুবিধায় পড়ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের আবেদন, প্রশাসন যেন দ্রুত এগিয়ে এসে এই সমস্যার স্থায়ী সমাধান করে। কারণ, এই দুর্দশা আর শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা হয়ে উঠেছে বছরের পর বছর জমে ওঠা এক অন্তহীন যন্ত্রণা। যা প্রতি বর্ষাতেই তাদের জীবনের সঙ্গে লড়াইয়ের গল্প নতুন করে লিখে দেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেড় মাস ধরে জলের তলায় এই তিন গ্রাম! পুরোটা জানলে আপনারও খারাপ লাগবে
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement