স্কুল পোকামাকড়ের দখলে, ক্লাসরুম জলে ভর্তি! পাঠ নেই মাসখানেক, ভবিষ্যৎ ঝুঁকিতে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Waterlogged School : জলের তলায় গোটা গ্রাম, পড়াশোনা শিকেয় সীমান্তের গ্রামে। লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কার্যত অচল।
বসিরহাট, জুলফিকার মোল্যা : জলের তলায় গোটা গ্রাম, পড়াশোনা শিকেয় সীমান্তের গ্রামে। স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া গ্রামের লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আজ কার্যত অচল। দীর্ঘদিন ধরে জলের তলায় ডুবে রয়েছে গোটা স্কুল চত্বর। ফলে বন্ধ হয়ে গিয়েছে পাঠশালা। ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনা থমকে গিয়েছে মাঝপথেই।
শুধু স্কুল নয়, গোটা গ্রাম এখনও জলমগ্ন। দীর্ঘদিন রাস্তার ওপর দিয়ে জল যাওয়ার ফলে রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক সরকারি দফতরে জানিয়েও সমাধান মেলেনি।
আরও পড়ুন : নারীশক্তির জয়গান দুর্গাপুরে! মাতৃত্বের মাহাত্ম্য নিয়ে সাজছে মহামায়ার মণ্ডপ! কোথায় জানেন?
advertisement
advertisement
গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা, যমুনা ও ইছামতি নদী। গ্রামবাসীদের দাবি, এই নদীগুলির জল ধারণক্ষমতা একেবারেই কমে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই গোটা গ্রাম প্লাবিত হচ্ছে। প্রায় এক মাস আগে স্বরূপনগরের বিডিও পরিদর্শনে এসে আশ্বাস দিয়েছিলেন নদী ও নালা সংস্কারের কাজ শুরু হবে। কিন্তু আজও তার বাস্তব রূপ দেখা যায়নি। অন্যদিকে একাধিক প্রাথমিক বিদ্যালয়েও জমে রয়েছে জল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিক্ষকরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রেখেছেন। স্কুল ভবনের মধ্যে পোকামাকড়ে বাসা বেঁধেছে। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলছেন,“শিশুরা স্কুলে যেতে পারছে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে রাস্তা ও স্কুল মেরামত করা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে।” গ্রামবাসীদের একটাই দাবি, অবিলম্বে জলনিকাশি ব্যবস্থার উন্নতি ও রাস্তা মেরামতের ব্যবস্থা করা হোক। না হলে প্রতিদিনের জীবনযুদ্ধ আরও জটিল হয়ে উঠবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 5:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল পোকামাকড়ের দখলে, ক্লাসরুম জলে ভর্তি! পাঠ নেই মাসখানেক, ভবিষ্যৎ ঝুঁকিতে
