পাম্প চুরি করতে এসে কেলেঙ্কারি চোরের! হাত কেটে ফালা ফালা, গোয়েন্দাগিরি করে ধরে ফেললেন স্থানীয়রা

Last Updated:

শান্তিপুরে পাম্প চুরি করতে গিয়ে হাত কেটে ফালা ফালা!  রক্ত দেখে চোর পড়ল ধরা! অভিযোগে দুই জন আটক। ঘটনায় ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য

পাম্প চুরি
পাম্প চুরি
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুরে পাম্প চুরি করতে গিয়ে হাত কেটে ফালা ফালা!  রক্ত দেখে চোর পড়ল ধরা! অভিযোগে দুই জন আটক। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দু’নম্বর রেলগেট সংলগ্ন পাবনা কলোনী এলাকায় চাঞ্চল্য ছড়াল পাম্প চুরি নিয়ে। এলাকায় বেশ কিছুদিন ধরেই ছোটখাটো চুরির ঘটনা ঘটছিল, এবার জল তোলার পাম্প চুরির ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা।
জানা গেছে, এদিন ভোর বেলায় এলাকার এক বাসিন্দা ঘুম থেকে উঠে দেখেন তাঁর বাড়ির জল তোলার পাম্প সেট উধাও। প্রতিবেশীদের মতে, আগের রাতে ওই জায়গায় কিছু শব্দ শোনা গেলেও কেউ তেমন গুরুত্ব দেননি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, পাম্প সেট যেখানে ছিল, তার আশেপাশে রক্তের দাগ পড়ে রয়েছে।
advertisement
advertisement
কিছুক্ষণের মধ্যেই এলাকার একটি দোকান থেকে খবর আসে—এক যুবক পুরনো পাম্প বিক্রি করতে এসেছে। খবর পেয়ে বাড়ির মালিক ও প্রতিবেশীরা দোকানে গিয়ে যুবকটিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দেখা যায়, তার হাত ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। এরপর রক্তের দাগের সঙ্গে মিলিয়ে সন্দেহ আরও প্রবল হয়। জেরার মুখে যুবক চুরির কথা স্বীকার করে এবং জানায়, তার সঙ্গে আরেক যুবক, বলরাম, ঘটনায় জড়িত ছিল। উত্তেজিত জনতা দু’জনকেই ধরে স্থানীয় একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তকে কোনভাবেই মারধর করেনি এলাকাবাসী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনাকে ঘিরে। পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীর আশা, সাম্প্রতিক ধারাবাহিক চুরির ঘটনারও তদন্তে আলোকপাত করবে পুলিশ। তবে চুরির কাজের সঙ্গে যুক্ত করা প্রায়শই ঘটছে আর এর পেছনে কারা রয়েছে তা ধরতেই তৎপর শান্তিপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাম্প চুরি করতে এসে কেলেঙ্কারি চোরের! হাত কেটে ফালা ফালা, গোয়েন্দাগিরি করে ধরে ফেললেন স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের নেই, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না

  • উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement