Water Logging Problem: মাত্র এক দিনের বৃষ্টিতেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়

Last Updated:

Water Logging Problem: হবিবপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এবং হবিবপুর হাসপাতাল সংলগ্ন দত্তপাড়া এলাকায় বেশকয়েকটি বাড়ি প্রবল বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়ে পরিবারগুলি অন্যত্র আশ্রয় নিয়েছে

লাগাতার বৃষ্টিতেই অতিষ্ঠ জনজীবন
লাগাতার বৃষ্টিতেই অতিষ্ঠ জনজীবন
নদিয়া: মাত্র একদিনের লাগাতার বৃষ্টিতেই অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। কিছু কিছু জায়গায় নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বেশ কিছু পরিবার। বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণের জেরে রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে হবিবপুর পঞ্চায়েত এলাকার বেশকিছু নিচু এলাকার বাড়ি ঘর।
সূত্রের খবর, হবিবপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এবং হবিবপুর হাসপাতাল সংলগ্ন দত্তপাড়া এলাকায় বেশকয়েকটি বাড়ি প্রবল বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বা বুক সমান জল, কোথাও বা ডোবা জল দাঁড়িয়ে। বিভিন্ন এলাকায় বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে জল।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে বিপর্যয় এড়াতে নিচু এলাকার বেশ কিছু পরিবার নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। হবিবপুরের ডাকরেপাড়া, কলাইঘাটা নাথপাড়া, বিনপাড়া, কলোনীপাড়া, মাজদিয়া বিষ্ণুপুর সহ বিস্তীর্ণ এলাকার চাষের জমিগুলোতে ব্যাপক পরিমাণে জল ঢুকে পড়ায় মাথায় হাত কৃষকদের। রাজনৈতিক দলগুলি দুর্গতদের সাহায্য করার জন্য ময়দানে নেমেছে।
হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস জানান, ইতিমধ্যেই আমরা জেসিবি লাগিয়েছি। এছাড়া সাধারণ মানুষকেও নামানো হয়েছে। যেসব জায়গায় জল আটকে গেছে এইসব এলাকার মুখগুলি ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই জল নেমে যাবে। এছাড়াও যাদের বাড়িঘরের অবস্থা খারাপ, তাঁদের জন্য আমরা বিডিও অফিসে জানাব। আশা করা যাচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান হবে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Logging Problem: মাত্র এক দিনের বৃষ্টিতেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement