War in Ukraine : মাইলের পর মাইল হাঁটা! ইউক্রেন থেকে বাড়ি ফিরে ভয়ানক অভিজ্ঞতা শোনালেন আয়ূষী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
War in Ukraine : ইউক্রেনে এখনও অনেক ভারতীয় পড়ুয়া অবর্ননীয় দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বর্ধমানের আয়ূষী আগরওয়ালের দুর্ভোগের কাহিনিও তাদের থেকে কোনও অংশে কম নয়।
#বর্ধমান: বাড়ি ফিরলেও এখনও যেন মানসিক স্বস্তি নেই। বারবারই মাথায় ভিড় করছে সেই সব ভয়ঙ্কর স্মৃতি। জোর শব্দ হলেই আঁতকে উঠতে হচ্ছে। পথের যেন আর শেষ নেই, মাইলের পর মাইল হেঁটেই চলেছে সকলে। যেতে হবে সীমান্তের ওপারে। তাই বিরামহীন হাঁটা চলছে সেই দলের। আর সেই দলেই ছিল বর্ধমানে আয়ুষী। ৫০কিলোমিটার হাঁটার পর ইউক্রেন (War in Ukraine) ছাড়তে পেরেছেন তিনি।
ইউক্রেনে এখনও অনেক ভারতীয় পড়ুয়া অবর্ননীয় দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বর্ধমানের আয়ূষী আগরওয়ালের দুর্ভোগের কাহিনিও তাদের থেকে কোনও অংশে কম নয়। চরম উৎকন্ঠার মধ্যে ৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ইউক্রেনের সীমানা পার করে তবেই দেশে ফিরতে পেরেছেন তিনি। বর্ধমানের উল্লাসে বাড়িতে বসে সেই উদ্বেগের রেশ তিনি কাটাতে পারেননি এখনও।
বর্ধমানের উল্লাসের বাসিন্দা আয়ূষী। ছ'মাস আগে তিনি ইউক্রেনের (War in Ukraine) টর্নোফিল সিটির মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। হঠাৎই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়। অন্য অনেক ছাত্রছাত্রীদের মত চরম সমস্যায় পড়তে হয় তাঁকেও।
advertisement
advertisement
আয়ূষীর কথায়, ছাদ দিয়ে জেট প্লেন উঠছে। মাঝেমধ্যেই উৎকন্ঠা বাড়াচ্ছে সাইরেনের শব্দ। ওই এলাকায় অনেক বাড়িতেই বাংকার আছে। সেই বাংকারেও কাটাতে হয়েছে কয়েকটা দিন। এভাবে থাকা সম্ভব নয় বুঝতে পারছিলাম। তাই আরও অনেকের মতো ইউক্রেন (War in Ukraine) ছাড়ার সংকল্প নিই। কিন্তু ফিরব বললেই তো আর ফেরা যায় না। প্রথমে একটা বাসে করে রওয়ানা হই পোল্যান্ডের দিকে। কিন্তু সতেরো ঘণ্টা টানা জার্নির পর যানজটে বাস আটকে পড়ে। এরপর টানা ৫০ কিলোমিটার হাঁটা। মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রা। সেই হাঁটার অভিজ্ঞতা ভয়ঙ্কর।
advertisement
আয়ূষী বলছিলেন, "এ কদিন আমাদের কাছে পানীয় জলটুকুও ছিল না। পিঠে রুকস্যাকে কিছু শুকনো খাবার,বিস্কুট, কুকিজ ছিল। তাই খেয়েই কেটেছে কটা দিন। পোল্যান্ডে এসে কিছুটা স্বস্তি মেলে। অন্যান্য জায়গায় পরিস্থিতি আরও খারাপ ছিল। অনেক জায়গায় রাশিয়ার পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। পোল্যান্ডে আসার পর ইন্ডিয়ান অ্যাম্বাসির সাহায্য আসে। খাবার থেকে সবকিছুর ব্যবস্থা হয়। এরপর দেশে ফিরে আসি।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2022 10:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
War in Ukraine : মাইলের পর মাইল হাঁটা! ইউক্রেন থেকে বাড়ি ফিরে ভয়ানক অভিজ্ঞতা শোনালেন আয়ূষী