Ukraine crisis: মৃত্যুর মুখ থেকে কোনও মতে বেঁচেছেন অরিত্র! ঘরের ফেরার আশায় দিন গুনছেন

Last Updated:

Ukraine crisis: অরিত্র জানাচ্ছেন, ওঁরা ৪৮ জন ওখানে আছেন। ভারতীয় দূতাবাস থেকে ওঁদের কবে দেশে ফেরানো হবে জানানো হয়নি।

মৃত্যুর মুথ থেকে কোনও মতে বেঁচেছেন অরিত্র! ঘরের ফেরার আশায় দিন গুনছেন
মৃত্যুর মুথ থেকে কোনও মতে বেঁচেছেন অরিত্র! ঘরের ফেরার আশায় দিন গুনছেন
#রোমানিয়া: তিনটি লম্বা হলঘর। তার মধ্যে কোনও ভাবে ৪৮ জন ভারতীয় ডাক্তারি ছাত্র ছাত্রী দিন কাটাচ্ছেন। বাইরে শূন্যের নীচে তাপমাত্রা। বার বার ভারতীয় দূতাবাসে ফোন করে জানার চেষ্টা করছেন, দেশে ফেরার বিমান কবে পাবেন? সদুত্তর নেই বললেই চলে। ইসলামপুরের মেডিক্যালের ছাত্র অরিত্র দাস ২ মার্চ বন্ধুদের সঙ্গে ডেনিপ্রো (Ukraine crisis) থেকে রোমানিয়ার বুখারেস্টে পৌঁছেছেন। ২তারিখ থেকে বুখারেস্টই আছেন তিনি। এখনও আসার কোনো ঠিক নেই।
অরিত্র জানাচ্ছেন, ওঁরা ৪৮ জন ওখানে আছেন। ভারতীয় দূতাবাস থেকে ওঁদের কবে দেশে ফেরানো হবে জানানো হয়নি। ওঁদের শুধু বলা হয়েছে,পর্যাপ্ত পরিমাণে জায়গা কিংবা অত বিমান নেই। তবে সবাইকেই ফেরানো হবে। তবে কবে? তার এখনও কোন ও খোঁজ নেই। শুকনো খাবারের ব্যবস্থা করেছে রোমানিয়া সরকার।
ওদেশের স্বেচ্ছাসেবী সংস্থারা প্রত্যেকে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু ইউক্রেন (Ukraine crisis) থেকে বুখারেস্ট যাওয়া অনেকটাই বিপদসংকুল ছিল বলে জানান অরিত্র। মাঝে মাঝে আকাশ আলো করে গোলা বর্ষণও দেখেছেন ওঁরা। অরিত্র জানিয়েছেন, যে ট্রেনে করে সীমান্তে এসেছিলেন সেটি আসবে কিনা সেই ব্যাপারে তাঁরা নিশ্চিত ছিলেন না।
advertisement
advertisement
বাসে আসার সময়ে রাস্তায় বন্দুকবাজদের দেখার অভিজ্ঞতাও হয়েছে। বার বার সাইরেন বেজে উঠছিল। জীবনে বেঁচে থাকার আশাটাই তখন যেন ওঁদের ফিকে করে দিয়েছিল। জফ্রোজিয়র ওই বাংকার থেকে স্টেশন ১০ কিলোমিটার রাস্তা। একদিকে রাশিয়ান হানা। অন্যদিকে জনমানবহীন রাস্তা। ওই ঝুঁকি যেন মৃত্যুর আঁতুড়ঘর থেকে ফিরিয়ে এনেছিল ওদের। অরিত্রর সঙ্গে থাকা বন্ধুরা বেশিরভাগই ভেঙে পড়েছেন। পাঁচ দিন হল ওঁরা বুখারেস্টে আটকে রয়েছে।
advertisement
অরিত্রর কথায়, "ওখানে যা খাবার সরবরাহ করছে, সেই খাবারগুলো আমিষ। কিন্তু ওদের মধ্যে ৭০% ছাত্র-ছাত্রী যারা রয়েছে, তারা প্রত্যেকেই নিরামিষাশী। যার ফলে খাওয়ার সমস্যা অনেক বেশি করে দেখা দিয়েছে।" রবিবার সকালবেলা ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে ,সোমবার সম্ভব হলে ওদেরকে ভারতে ফেরানো হবে। অরিত্র আশায় বুক বাঁধছেন সোমবার বা মঙ্গলবার দেশে ফিরবেন। কিন্তু ডাক্তারি পড়াটা কি আর হবে? তাই নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সবাই।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ukraine crisis: মৃত্যুর মুখ থেকে কোনও মতে বেঁচেছেন অরিত্র! ঘরের ফেরার আশায় দিন গুনছেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement