Ukraine crisis: মৃত্যুর মুখ থেকে কোনও মতে বেঁচেছেন অরিত্র! ঘরের ফেরার আশায় দিন গুনছেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ukraine crisis: অরিত্র জানাচ্ছেন, ওঁরা ৪৮ জন ওখানে আছেন। ভারতীয় দূতাবাস থেকে ওঁদের কবে দেশে ফেরানো হবে জানানো হয়নি।
#রোমানিয়া: তিনটি লম্বা হলঘর। তার মধ্যে কোনও ভাবে ৪৮ জন ভারতীয় ডাক্তারি ছাত্র ছাত্রী দিন কাটাচ্ছেন। বাইরে শূন্যের নীচে তাপমাত্রা। বার বার ভারতীয় দূতাবাসে ফোন করে জানার চেষ্টা করছেন, দেশে ফেরার বিমান কবে পাবেন? সদুত্তর নেই বললেই চলে। ইসলামপুরের মেডিক্যালের ছাত্র অরিত্র দাস ২ মার্চ বন্ধুদের সঙ্গে ডেনিপ্রো (Ukraine crisis) থেকে রোমানিয়ার বুখারেস্টে পৌঁছেছেন। ২তারিখ থেকে বুখারেস্টই আছেন তিনি। এখনও আসার কোনো ঠিক নেই।
অরিত্র জানাচ্ছেন, ওঁরা ৪৮ জন ওখানে আছেন। ভারতীয় দূতাবাস থেকে ওঁদের কবে দেশে ফেরানো হবে জানানো হয়নি। ওঁদের শুধু বলা হয়েছে,পর্যাপ্ত পরিমাণে জায়গা কিংবা অত বিমান নেই। তবে সবাইকেই ফেরানো হবে। তবে কবে? তার এখনও কোন ও খোঁজ নেই। শুকনো খাবারের ব্যবস্থা করেছে রোমানিয়া সরকার।
ওদেশের স্বেচ্ছাসেবী সংস্থারা প্রত্যেকে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু ইউক্রেন (Ukraine crisis) থেকে বুখারেস্ট যাওয়া অনেকটাই বিপদসংকুল ছিল বলে জানান অরিত্র। মাঝে মাঝে আকাশ আলো করে গোলা বর্ষণও দেখেছেন ওঁরা। অরিত্র জানিয়েছেন, যে ট্রেনে করে সীমান্তে এসেছিলেন সেটি আসবে কিনা সেই ব্যাপারে তাঁরা নিশ্চিত ছিলেন না।
advertisement
advertisement

বাসে আসার সময়ে রাস্তায় বন্দুকবাজদের দেখার অভিজ্ঞতাও হয়েছে। বার বার সাইরেন বেজে উঠছিল। জীবনে বেঁচে থাকার আশাটাই তখন যেন ওঁদের ফিকে করে দিয়েছিল। জফ্রোজিয়র ওই বাংকার থেকে স্টেশন ১০ কিলোমিটার রাস্তা। একদিকে রাশিয়ান হানা। অন্যদিকে জনমানবহীন রাস্তা। ওই ঝুঁকি যেন মৃত্যুর আঁতুড়ঘর থেকে ফিরিয়ে এনেছিল ওদের। অরিত্রর সঙ্গে থাকা বন্ধুরা বেশিরভাগই ভেঙে পড়েছেন। পাঁচ দিন হল ওঁরা বুখারেস্টে আটকে রয়েছে।
advertisement
অরিত্রর কথায়, "ওখানে যা খাবার সরবরাহ করছে, সেই খাবারগুলো আমিষ। কিন্তু ওদের মধ্যে ৭০% ছাত্র-ছাত্রী যারা রয়েছে, তারা প্রত্যেকেই নিরামিষাশী। যার ফলে খাওয়ার সমস্যা অনেক বেশি করে দেখা দিয়েছে।" রবিবার সকালবেলা ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে ,সোমবার সম্ভব হলে ওদেরকে ভারতে ফেরানো হবে। অরিত্র আশায় বুক বাঁধছেন সোমবার বা মঙ্গলবার দেশে ফিরবেন। কিন্তু ডাক্তারি পড়াটা কি আর হবে? তাই নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সবাই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2022 10:14 PM IST