ঝাড়গ্রাম কার? এবার ঠিক করবে আদিবাসী-মাহাত ভোট
Last Updated:
#ঝাড়গ্রাম: আদিবাসী ও মাহাতরা যেদিকে, ঝাড়গ্রাম সেদিকে। আদিবাসীদের জন্য সংরক্ষিত ঝাড়গ্রামে গত বছর পঞ্চায়েত ভোটে ভাল ফল করেছিল বিজেপি। এবার কী হবে? ১২ মে রায় দেবে ঝাড়গ্রাম ।
আদিবাসীদের ডেরায় ভোটের লড়াই এবার ফুলে ফুলে। লড়াই দুই বুনো ফুলের। একদিকে, তৃণমূলের বীরবাহা সোরেন ৷ অন্যদিকে, ঝাড়খণ্ড পার্টি নরেনের বীরবাহা হাঁসদা ৷ সাঁওতালিতে বীরবাহা মানে বুনো ফুল। দুই প্রার্থীর একই নাম হওয়াটা তৃণমূলের কাছে আবার কাঁটা হবে না তো?
ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন টুডু হলেন আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের একসময়ের নেতা রবিন টুডুর স্ত্রী। রবীন টুডু, মাঝি পরগনা থেকে বহিষ্কৃত। কিন্তু, তৃণমূলের বিশ্বাস, আদিবাসীরা তাদের পাশেই আছেন। প্রচারে তৃণমূলের অস্ত্র - উন্নয়ন ও শান্তি।
advertisement
advertisement
যদিও আদিবাসীদের মধ্যে ভিন্ন সুরও শোনা যাচ্ছে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন সাঁওতলি ফিল্মের মহানায়িকা,বীরবাহা হাঁসদাও । জঙ্গলমহলের এই ঝাড়গ্রাম একসময়ে দেখেছে লালদূর্গ। দেখেছে লালগড় আন্দোলন। দেখেছে পরিবর্তনও। সেই ঝাড়গ্রামে ফের লড়াইয়ে লাল পতাকা।
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে একাধিক ফ্যাক্টর রয়েছে। যেমন - এই কেন্দ্রে ২০ শতাংশের বেশি আদিবাসী ভোটার ৷ ঝাড়গ্রামে ফ্লোটিং ভোটার প্রচুর। তাঁদের মধ্যে শাসক বিরোধী মানসিকতাও রয়েছে ৷ মাহাত ভোটার প্রায় ৩৫ শতাংশ ৷ পাহাড়ে যেমন গোর্খা আবেগ, তেমনই ঝাড়গ্রামে মাহাতদের জাত্যাভিমান ৷ উন্নয়ন হলেও মাহাতদের একাংশের মধ্যে ক্ষোভও রয়েছে ৷
advertisement
২০১৬ সালের বিধানসভা ভোটে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনেই জিতেছিল তৃণমূল। কিন্তু, গত বছর পঞ্চায়েত ভোটে সব জায়গাতেই ভাল ফল করে বিজেপি। পর্যবেক্ষকদের মতে, বামেদের ভোট ফের রামে গেলে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। কিন্তু, যদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামেন, তবে সেই ফল বদলে যাবেই। সেক্ষেত্রে তৃণমূল আসনটি ধরে রাখতে পারবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 09, 2019 3:18 PM IST