Visva-Bharati University VC: পদে বসেই রাজ্যের সঙ্গে দূরত্ব কমাতে চেষ্টা বিশ্বভারতীর নতুন উপাচার্যের! বিদ্যুৎকে ডাকল পুলিশ

Last Updated:

Visva-Bharati University VC: বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত, পদক্ষেপ, মন্তব্যের প্রেক্ষিতে বহু অভিযোগ দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায়। ৮ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হয়েছে।

পদে বসেই রাজ্যের সঙ্গে দূরত্ব কমাতে চেষ্টা বিশ্বভারতীর নতুন উপাচার্যের! বিদ্যুৎকে ডাকল পুলিশ
পদে বসেই রাজ্যের সঙ্গে দূরত্ব কমাতে চেষ্টা বিশ্বভারতীর নতুন উপাচার্যের! বিদ্যুৎকে ডাকল পুলিশ
বোলপুর: বিশ্বভারতীর সমস্যাগুলি সমাধানের সূত্র চেয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে। দায়িত্ব গ্রহণ করে প্রথম সাংবাদিক বৈঠক করে জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। পাশাপাশি, রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব কমাতে ও শান্তিনিকেতনের গরিমা ধরে রাখতে সবাইকে আহ্বান জানান তিনি। অন্যদিকে, মেয়াদ শেষ হতেই ৬টি মামলায় নোটিশ দিয়ে বিদ্যুৎ চক্রবর্তীকে তলব শান্তিনিকেতন থানার।
বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত, পদক্ষেপ, মন্তব্যের প্রেক্ষিতে বহু অভিযোগ দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায়। ৮ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হয়েছে। এখনও তিনি সরকারি বাসভবনেই রয়েছেন। এদিন শান্তিনিকেতন থানার মহিলা অফিসারের নেতৃত্বে পুলিশ যায় সেই বাসভবনে৷ জানা গিয়েছে, ৬টি পৃথক মামলায় তাঁকে নোটিশ দিয়ে শান্তিনিকেতন থানায় তলব করা হয়েছে। ১০ নভেম্বর থেকে পর পর হাজিরার তারিখ দেওয়া হয়েছে তাঁকে।
advertisement
advertisement
অন্যদিকে, দায়িত্বভার গ্রহণ করে কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সাংবাদিক বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। তিনি জানান, ভারপ্রাপ্ত উপাচার্যের কী কী কাজ, এক্তিয়ার কতটা সেটা জানা নেই৷ তারজন্য তিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে চিঠি করে জানতে চেয়েছে।
advertisement
তিনি বলেন, ‘‘বিশ্বভারতীর সমস্ত সমস্যার সমাধান জানতে চেয়ে আমি মন্ত্রকে চিঠি করেছি। তারা জানালেই আমি পদক্ষেপ নেব। তবে আমার সবস্তরের মানুষের কাছে আবেদন শান্তিনিকেতনের ঐতিহ্য সংস্কৃতি সকলেই ধরে রাখতে হবে৷ যাতে আমরা বিশ্ব ঐতিহ্যের তকমা ধরে রাখতে পারি৷ কোন রকম বিশৃঙ্খলা কাম্য নয়৷’’
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য আরও জানান, রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব যাতে কমে ও বিশ্বভারতী যাতে সঠিক পথে চলে সেটাই তিনি করবেন। পৌষমেলার আয়োজন করার চেষ্টা তিনি যে করবেন, তার ইঙ্গিত দেন এদিন৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Visva-Bharati University VC: পদে বসেই রাজ্যের সঙ্গে দূরত্ব কমাতে চেষ্টা বিশ্বভারতীর নতুন উপাচার্যের! বিদ্যুৎকে ডাকল পুলিশ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement