বসন্ত উৎসবের দিন তারাপীঠে তারা মায়ের পায়ে আবির দিয়ে চলছে পুজো, দেখুন

Last Updated:

এদিনের পুজো যেন ভক্তদের জন্য এক ঢিলে দুই পাখির মতো হল৷ মায়ের দর্শনের সঙ্গে মায়ের পায়ে আবির দিয়ে বসন্ত উৎসবও৷

#তারাপীঠ: শান্তিনিকেতনে বসন্ত উৎসব বাতিল৷ পর্যটকদের একটা বড় অংশ এসে ভিড় করেছিলেন তারাপীঠে। সকালবেলায় তারাপীঠে বসন্ত উৎসবের শুরুটা হলো প্রভাত ফেরী দিয়ে। তাতে সকলে মিলে গলা মেলালেন। রবীন্দ্রসংগীতের সঙ্গে তাল মিলিয়ে বসন্ত উতসবের প্রভাত ফেরীতে যোগ দিয়েছিলেন আগত পর্যটকরা।  আকর্ষণ অবশ্যই তারাপীঠ মন্দির।
তারা মায়ের মন্দিরের কাছে অন্যান্য দিন পর্যটকরা পুজো দিতে আসেন  জবা ফুল বা পদ্ম ফুলের মালা নিয়ে৷ সেটা মায়ের মূর্তিতে পরিয়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেন তারা। কিন্তু এদিন একটু অন্য রকম জবা ফুল তো আছেই তার সঙ্গে তারা মায়ের পায়ে আবির দিয়ে ভক্তরা নিজেদের মনস্কামনা করেছেন এবং আশীর্বাদ নিয়েছেন। এদিনের পুজো যেন ভক্তদের জন্য এক ঢিলে দুই পাখির মতো হল৷ মায়ের দর্শনের সঙ্গে মায়ের পায়ে আবির দিয়ে বসন্ত উৎসবও৷
advertisement
পর্যটকরা জানিয়েছেন শান্তিনিকেতনের বসন্ত উৎসব বাতিল বলে তারা বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন তারাপীঠে৷ তারাপীঠ মায়ের পায়ে আবির দিয়ে তারাও খুশি। মন্দির তো আছেই তার সঙ্গে বসন্ত উৎসবে এক আলাদা মাত্রা এনে দিয়েছিল তারাপীঠে। তারাপীঠে রং খেললেন রাজ্যের মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বসন্ত উৎসবের দিন তারাপীঠে তারা মায়ের পায়ে আবির দিয়ে চলছে পুজো, দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement