Durga Puja 2024: ঠাকুর দেখা নিয়ে চিন্তা নেই! বসিরহাটে কিউআর কোড, জিপিএস-এর মাধ্যমে খুঁজে পাওয়া যাবে পুজো

Last Updated:

Durga Puja 2024: কিউআর কোড, জিপিএস-এর মাধ্যমে পুজো দেখতে পারবেন দর্শনার্থীরা। অভিনব উদ্যোগ বসিরহাট পুলিশ জেলায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলায় অভিনব উদ্যোগ।

+
দুর্গাপুজোর

দুর্গাপুজোর কিউআর কোড ও রুট ম্যাপ 

উত্তর ২৪ পরগনা: কিউআর কোড, জিপিএস-এর মাধ্যমে পুজো দেখতে পারবেন দর্শনার্থীরা। অভিনব উদ্যোগ বসিরহাট পুলিশ জেলায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলায় অভিনব উদ্যোগ।
সীমান্ত থেকে সুন্দরবনের ১১ টি থানার দশটি ব্লকে এবার প্রায় ১৬০০ দুর্গাপুজো হচ্ছে। বিশেষ করে মহিলা পুজো উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। এবার দশভুজার আরাধনায় রাজ্যের বসিরহাটের পূজায় এক আলাদা ঐতিহ্য রয়েছে। একদিকে বনেদি বাড়ি, জমিদার বাড়ি, রাজবাড়ির পুজো দেখতে বহু দর্শনার্থীরা এসে জমায়েত হয় বসিরহাটে। পাশাপাশি দুই বাংলার বিসর্জন ঘিরেও প্রচুর মানষের জমায়েত হয় সীমান্তে।
advertisement
advertisement
বসিরহাটের ঠাকুর দেখতে এবার আর চিন্তা নেই দর্শনার্থীদের। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে কিউআর কোড স্ক্যান করলেই জিপিআরএস চলে আসবে। সেখান থেকে গুগল করলেই দেখা যাবে কোন পথে গেলে কোন ঠাকুর দেখা যাবে। পাশাপাশি কোনও অপপ্রচার বা অপরাধমূলক কাজ হলে কড়া হাতে দমন করবে পুলিশ। ২৪ ঘণ্টা  পিঙ্ক মোবাইল ভ্যান সঙ্গে উইনারস বাহিনীর সদস্যরা থাকবেন পুলিশের তরফ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: ঠাকুর দেখা নিয়ে চিন্তা নেই! বসিরহাটে কিউআর কোড, জিপিএস-এর মাধ্যমে খুঁজে পাওয়া যাবে পুজো
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement