Paschim Medinipur News: কাঠফাটা গরমে বিকেলে ঘুরে দেখুন এই জায়গা! শান্ত-শীতল হাওয়া, নদীর পাড়! মন ভরে ছবি তুলুন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Paschim Medinipur News: ক্লান্তি কাটাতে এখানে এলে আপনার মন ভাল হবে। নদীর পাশে শান্ত-শীতল পরিবেশ, সঙ্গে সেলফি জোন এবং চারিদিকে গাছে ভরা এই জায়গা, দুর্দান্ত আউটিং এর জন্য সুন্দর।
পশ্চিম মেদিনীপুর: গরম পড়েছে, বৈশাখের শুরু। গরম প্যাচপ্যাচে অবস্থা থেকে সবাই নিজেকে একটু মুক্তি দিতে চান। সারা দিনের ক্লান্তি শেষে প্রত্যেকেই নিজেকে একটু রেহাই দিতে কাছেপিঠে কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান করেন। অফিস, স্কুল, কলেজ শেষ করে বিকেলে নিজেকে একটু ফ্রেশ করতে চাইলে ঘুরে দেখতে পারেন এই জায়গা। নদীর শান্ত-শীতল বাতাস সারা দিনের ক্লান্তি দূর করে দেবে। পড়ুয়া হোক কিংবা চাকুরীজীবী, ক্লান্তি কাটাতে এখানে এলে আপনার মন ভাল হবে। নদীর পাশে শান্ত-শীতল পরিবেশ, সঙ্গে সেলফি জোন এবং চারিদিকে গাছে ভরা এই জায়গা, দুর্দান্ত আউটিং এর জন্য সুন্দর।
তাই গরমের এই বিকেলে আপনার ডেস্টিনেশন হোক এই জায়গা। এক দিকে মন ভরে ছবি তুলতে পারবেন। অন্য দিকে, নদীর শান্ত স্নিগ্ধতা অনেকটাই আনন্দ দেবে। আপনার হাতের মুঠোয় রয়েছে এমন সুন্দর একটি জায়গা। মেদিনীপুর শহরেই রয়েছে এমন একটি জায়গা যা আপনি হয়তো আগে দেখেননি। নিজের প্রিয়জন হোক বা বান্ধবী অথবা বন্ধুদের নিয়ে কিংবা একান্তেই সময় কাটান এখানে। শান্তভাবে নদীর প্রবাহ এবং প্রাকৃতিক পরিবেশ আপনাকে রিফ্রেশ করে তুলবে। মেদিনীপুর শহরের অনতি দূরে কলকাতা থেকে খুব কাছেই এই সুন্দর জায়গা। সাজানো পার্ক এবং বাঁধানো নদীর ঘাট সঙ্গে বাহারি আলোকসজ্জা, কী নেই এখানে? তাই বিকেলের ছুটিতে পরিবারের সকলকে নিয়ে এখানে এলে আপনার মন ভাল হয়ে যাবে।
advertisement
এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে কয়েকটা ঘণ্টা কাটালে পরের দিনের কাজের নতুন করে উদ্যম ফিরে পাবেন। মেদিনীপুর শহরের কাছেই রয়েছে গান্ধীঘাট। এখানেই রয়েছে I LOVE MEDINIPUR লেখা সেলফি জোন। রয়েছে নদীর উপর বসা এবং ফটো তোলার দুর্দান্ত জায়গা। মেদিনীপুর শহরের এক প্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে কংসাবতী নদী। বিকেলের সূর্যাস্ত কিংবা নদীর শান্ত বাতাস আপনার সারা দিনের ক্লান্তি দূর করবে।
advertisement
advertisement
কলকাতা থেকে আসতে চাইলে খুব কাছেই এই জায়গা। কলকাতা থেকে প্রাইভেট গাড়ি, ট্রেন কিংবা বাসে করে আসা যাবে এখানে। প্রাইভেট গাড়ি করে এলে মেদিনীপুর ঢোকার মোহনপুর ব্রিজের খুব কাছেই গান্ধীঘাট। বাসে এলে মেদিনীপুর বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে অটো ধরে আসা যাবে গান্ধীঘাটে।
অন্য দিকে ট্রেন মাধ্যমে খড়্গপুরে নেমে বাস কিংবার অটো ধরে পৌঁছানো যাবে কিংবা মেদিনীপুর স্টেশনে নামলে সেখান থেকে টোটো বা অটো ধরে আসা যাবে গান্ধীঘাটে। স্বাভাবিক ভাবে যারা দিন শেষে ঘুরে আসার একটু প্ল্যান করছেন, তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন কাঁসাই নদীর পাড়ে থাকা এমন সুন্দর জায়গা। ছবি তুলতে পারবেন মন ভরে। কিছুটা সময় কাটালে এক আলাদা আনন্দ পাবেন।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 5:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: কাঠফাটা গরমে বিকেলে ঘুরে দেখুন এই জায়গা! শান্ত-শীতল হাওয়া, নদীর পাড়! মন ভরে ছবি তুলুন