East Bardhaman News: অজয় নদের ধারে সঙ্গীকে নিয়ে বেড়াতে যাচ্ছেন? অবশ্যই ঢুঁ মারুন কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মভিটেতে, একবার গেলে মুগ্ধ হবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত হল মঙ্গলকোট। আর এই মঙ্গলকোটেই রয়েছে কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মভিটে।
পূর্ব বর্ধমান: “বাড়ি আমার ভাঙনধরা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে”। খুবই জনপ্রিয় এই কবিতার দুটি লাইন আমরা সকলেই জানি । কিন্তু জানেন কি এই কবিতাটির নাম কি ? কার লেখা এই কবিতা? কোথায় বাড়ি লেখকের? চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কবিতার যে দুটি লাইন তুলে ধরা হয়েছে সেটা ‘আমার বাড়ি ‘ কবিতার। কবিতার লেখক হলেন স্বনামধন্য কবি কুমুদ রঞ্জন মল্লিক। কবি কুমুদ রঞ্জন মল্লিক জন্মগ্রহণ করেছিলেন এই পূর্ব বর্ধমান জেলাতেই। হ্যাঁ ঠিকই শুনেছেন। স্বনামধন্য এই কবির বাড়ি রয়েছে পূর্ব বর্ধমান জেলায়।
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত হল মঙ্গলকোট। আর এই মঙ্গলকোটেই রয়েছে কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মভিটে। মনোরম পরিবেশে, নির্জন জায়গায়, একদম অজয় নদের ধারেই রয়েছে কবির বাড়ি। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে জন্মগ্রহণ করেছিলেন কবি কুমুদ রঞ্জন মল্লিক। বর্তমানে তাঁর জন্মভিটে অনেকের কাছে দর্শনীয় স্থান।
advertisement
advertisement
মঙ্গলকোটের নতুনহাট বাসস্ট্যান্ড থেকে সামান্য দুরত্বেই অবস্থিত কোগ্রাম এবং গ্রামের একদম শেষ সীমান্তে অজয় নদের কিনারে অবস্থিত কবির জন্মভিটে। কবির গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে অজয় ও কুনুর নদী। কবির সঙ্গে নদ-নদীর যোগ আজন্মকাল। যার ফলস্বরূপ মন ছুঁয়ে যাওয়া এমন চরণ আমরা উপহার পাই। বর্তমানে কবির জন্মভিটেতে বংশধররা কেউ থাকেননা । তবে বাড়ি দেখাশোনা করার জন্য রয়েছে কেয়ারটেকার। কেয়ারটেকারদের কাছে জানা গিয়েছে কর্মসূত্রে কবির বংশধরেরা সকলেই কলকাতায় থাকেন। তবে শীতের সময় বংশধরেরা অনেকেই আসেন এই জায়গায়।
advertisement
কোগ্রাম গ্রামের একদম শেষ প্রান্তে রয়েছে কবির জন্মভিটে। এছাড়াও নতুনহাট থেকে টোটো করলে সহজেই পৌঁছে যাবেন কবির বাড়িতে। নির্জন পরিবেশে নদীর ধারে অবস্থিত কবির বাড়ি দেখলে মুগ্ধ হবেন আপনারাও। তবে কবির বাড়িতে রাত্রি যাপনের অথবা খাওয়ার কোনও ব্যবস্থা নেই।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 10:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: অজয় নদের ধারে সঙ্গীকে নিয়ে বেড়াতে যাচ্ছেন? অবশ্যই ঢুঁ মারুন কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মভিটেতে, একবার গেলে মুগ্ধ হবেন