Viral Video: প্যান্ট খুলিয়ে গামছা কেন পরানো হল আসামীকে? একী দশা আধিকারিকদের! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Viral Video: মহা বিপদ! একী ঘটল! ভিডিও দেখলে চমকে যাবেন
বেলদা: অপরাধী ধরে অফিসে নিয়ে যেতে কালঘাম ছুটল আবগারী দফতরের কর্মীদের। কাজ করেও যেন শান্তি নেই। হাঁটু জলে বিপদ মাথায় নিয়ে আসামীকে ধরে নিয়ে যেতে হল অফিসে। ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেদিনীপুর জেলা জুড়ে। প্রসঙ্গত মঙ্গলবারের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে আছে বেলদার আবগারী দফতরের চারপাশ। অফিস যাওয়া কিংবা আসা যেন দায় হয়ে উঠছে আধিকারিক থেকে কর্মীদের।
অফিসের চারিদিকে এক হাঁটুরও বেশি জল। স্বাভাবিকভাবে ধৃত আসামীকে ধরে প্রায় এক হাঁটুরও বেশি জল পেরিয়ে অফিসে নিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য। আসামীকে ধরে মহাবিপদে পড়েছেন বেলদা আবগারী দফতর।
বুধবার এক আসামীকে ধরে অফিসে নিয়ে যাওয়ার সময় কার্যত হিমশিম খেতে হল আবগারী কর্মীদের। রীতিমত আসামীর ফুল প্যান্ট খুলিয়ে, গামছা পরিয়ে হাঁটু সমান জল পেরিয়ে তাকে নিয়ে যেতে হল অফিসে।এতে ঝুঁকিও ছিল বেশ।
advertisement
advertisement
শুধু তাই নয়, বাজেয়াপ্ত করা গাড়িটিকে নিয়ে যেতে বেশ বেগ পেতে হল আবগারী আধিকারিকদের। একদিকে স্রোত আর অন্যদিকে হাঁটু সমান জলে নাজেহাল অবস্থা বেলদা আবগারী দফতরের অফিসে। শুধু তাই নয়, বেলদা পোস্ট অফিসের সামনেও প্রায় হাঁটু সমান জল। মঙ্গলবার সারাদিনের বৃষ্টিতে জল থইথই অবস্থা সৃষ্টি হয়েছে পোস্ট অফিস চত্ত্বরে।পাশাপাশি বিদ্যুৎ না থাকায় পরিষেবা বন্ধ ছিল পোস্ট অফিসে, দাবি পোস্ট অফিসে আসা গ্রাহকদের। বেলদা স্টেশন যাওয়ার রাস্তায়ও জলের স্রোত বইছে। দুশ্চিন্তায় পড়েছেন সকলে।
advertisement
Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2023 7:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: প্যান্ট খুলিয়ে গামছা কেন পরানো হল আসামীকে? একী দশা আধিকারিকদের! ভাইরাল ভিডিও