Viral Video | Teacher's Day: শিক্ষক দিবসে ছাত্র ছাত্রীদের উদ্দাম নাচ! ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক!

Last Updated:

Viral Video | Teacher's Day: শিক্ষক দিবসে উদ্দাম নাচ পড়ুয়াদের! ফের একবার বির্তকের ঝড়। ভিডিও ভাইরাল হতেই শোরগোল

#বাঁকুড়া: কলেজের শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উদ্দাম নৃত্যের ভিডিও ভাইরাল হতেই শুরু হল বিতর্ক। নাম জড়ায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদেরও । ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজে। এই ঘটনার সমালোচনায় সুর চড়িয়েছে বিজেপি। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে।
আর পাঁচটা কলেজের মতোই গতকাল শিক্ষক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিষ্ণুপুর রামানন্দ কলেজে। আজ ওই কলেজের শিক্ষক দিবস অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে গানের তালে তালে উদ্দাম নাচে মত্ত কলেজের ছাত্র ছাত্রীরা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে।
advertisement
advertisement
বিজেপির দাবি এটাই তৃণমূলের সংস্কৃতি। শিক্ষক দিবসের প্রকৃত অর্থ তৃণমূল না জানাতেই এমন ঘটনা ঘটেছে। তৃণমূল ছাত্র পরিষদের দাবি অনুষ্ঠানটি ছাত্র সংগঠনের ছিল না। সংগঠনের কেউ এই ঘটনায় যুক্তও নয়। কলেজ কর্তৃপক্ষ অবশ্য এই উদ্দাম নৃত্যে তেমন দোষের কিছু দেখছে না। কলেজের অধ্যক্ষার সাফাই কলেজেরই সঙ্গীত বিভাগের প্রাক্তন ছাত্রদের একটি ব্যান্ড শিক্ষক দিবসের অনুষ্ঠানে গান করেছিল। অনুষ্ঠানের শেষে কলেজের ছাত্র ছাত্রীরা একটু নাচানাচি করেছে। যদিও এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে জোড় সমালোচনা চলছে। গতকাল শিক্ষক দিবসে বহু স্কুলেই এই দিন পালন করা হয়। সেই সবের মধ্যেই এই ঘটনায় শোরগোল পড়েছে। তবে এতে খারাপ কিছু মনে করছেন না অনেকেই। মতের তফাত থাকলেও এই ভিডিও এখন তুমুল ভাইরাল।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video | Teacher's Day: শিক্ষক দিবসে ছাত্র ছাত্রীদের উদ্দাম নাচ! ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক!
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement