Viral Video: ভুবন বাদ্যকরকে অভীত! গান গেয়ে বাজারে 'সুপারহিট' সাবীর! নয়া ভিডিও ঘিরে উত্তাল নেটদুনিয়া, দেখুন

Last Updated:

Viral Video: পায়ের তোড়া, হাতের চুড়ি, সিটি গোল্ডের চেন, বাতিল মোবাইল কিংবা মহিলাদের মাথার ওঠা চুল এইসবই বিনিময় করা যাচ্ছে তার কাছে...

+
শেখ

শেখ সাবীর তার মুরগির ছানা নিয়ে

শান্তিপুর: পায়ের তোড়া, হাতের চুড়ি, সিটি গোল্ডের চেন, ভাঙা মোবাইলের বদলে কাঁচা বাদাম নয়, একেবারে জ্যান্ত রংবেরঙের মুরগির বাচ্চা মিলছে! শহরাঞ্চলে শপিংমল থাকলেও গ্রামগঞ্জে আজও পৌঁছন ফেরিওয়ালারা। আর অনলাইন ডেলিভারিকে পেছনে ফেলে দুয়ারে ব্যবসা নিয়ে গিয়ে হেঁকে-ডেকে আকর্ষণীয় বাচনভঙ্গিতে মোহিত করেন ক্রেতাদের মন। প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন অনায়াসে নগদ অর্থের পাশাপাশি পরিত্যক্ত কিংবা বাতিল জিনিসপত্রের পরিবর্তে।
আকর্ষণীয় কিছু পাওয়ার মজাই আলাদা। তাই বর্তমানে ফেরিওয়ালারা সেই পন্থাই অবলম্বন করেছেন। এইরকমই এক ফেরিওয়ালা ভুবন বাদ্যকরের জগৎ বিখ্যাত হওয়ার কথা আপনারা সকলেই জানেন তবে সেক্ষেত্রে ভুবন বাবু বাতিল জিনিসপত্র বদলে দিতেন কাঁচা বাদাম। কিন্তু নদিয়ার শান্তিপুর এলাকায় মেদিনীপুর থেকে আগত শেখ সাবীর মুন্না দিচ্ছেন লাল, নীল, হলুদ, সবুজ রংবেরঙের জ্যান্ত মুরগির বাচ্চা।
advertisement
আরও পড়ুনঃ শূন্য হাতে ব্যবসা শুরু করে সাফল্যের শিখরে! সামান্য বিনিয়োগে আপনিও শুরু এই ব্যবসা! মালামাল হবেন
পায়ের তোড়া, হাতের চুরি, সিটি গোল্ডের চেন, বাতিল মোবাইল কিংবা মহিলাদের মাথার চুল এইসবই বিনিময় করা যাচ্ছে তাঁর কাছে। রংবেরঙের মুরগির ছানা দেখতে ভিড় করছেন পাড়ার খুদেরা। তাদের বায়নায় অভিভাবকরা বাড়ির বিভিন্ন পরিত্যক্ত পরিষ্কার করার মাধ্যমে শিশুদের খুশি করছে, লাভবান হচ্ছে শেখ সাবীরও। বিগত প্রায় ছ’বছর ধরে এই ব্যবসা করছেন আর তার সুবাদে বর্তমানে বসবাস করছে সেখান থেকেই।
advertisement
advertisement
সকাল হলে বেরিয়ে পরে শান্তিপুরের বিভিন্ন গ্রামে। ভুবন বাদ্যকরের ভাইরাল হওয়া হাঁক দেওয়া সুরেলা বাচনভঙ্গি তিনি কিছুটা রপ্ত করে, ব্যবসায় ক্রেতাদের আকর্ষণ করছেন। তবে শেখ সাবীর এর কথা অনুযায়ী বিশেষ এই প্রজাতির মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ-সহ বিভিন্ন পরিবেশ অনায়াসেই মানিয়ে নিতে পারে তাই বড় করা খুব সহজ। মাত্র ছ-মাসের মধ্যেই ডিম কিংবা মাংস পাবেন তারা। ফলে স্বনির্ভরতার প্রতি আগ্রহ বাড়বে বাড়ির মহিলাদেরও।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: ভুবন বাদ্যকরকে অভীত! গান গেয়ে বাজারে 'সুপারহিট' সাবীর! নয়া ভিডিও ঘিরে উত্তাল নেটদুনিয়া, দেখুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement