Viral Video: শিব সেজে বাড়ি বাড়ি অর্থ সংগ্রহে যান! সঙ্গে থাকে পার্বতীও! তারপর কী করেন? জানলে চমকে যাবেন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral Video: শিবরাত্রির আগেই পথে পথে ঘুরছেন এই শিব! কী চাইছেন তিনি? সঙ্গে থাকছে পার্বতীও! গোটা ঘটনা জানলে অবাক হতে হবে
উত্তর ২৪ পরগনা: শিব পুজোর জন্য নিজেই শিব সাজেন গোপালনগরের বিপুল। সকাল থেকে রাত পার্বতীকে সঙ্গে নিয়ে তাই এখন ঘুরছেন বনগাঁ শহরের বিভিন্ন রাস্তায়। শিবরাত্রির আগে তাই পার্বতীকে সঙ্গে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে পুজোর জন্য অর্থ সংগ্রহে দেখা মিলছে তাদের। পুরো নাম বিপুল দাস। সঙ্গে থাকা পার্বতীর নাম গোপাল দাস। আর তাদের সঙ্গে রয়েছেন একজন বাজনাদারও।
প্রত্যেকের বাড়ি গোপালনগর থানায় এলাকায়। বিপুল জানান, বাড়িতে শিব মন্দির রয়েছে। তিনি নিজেও শিব ভক্ত। গত তিন বছর ধরে এভাবেই শিব সেজে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান অর্থ সংগ্রহে। সেই অর্থ দিয়েই করেন পুজো। সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে অর্থ সংগ্রহের মাঝে দুপুরে দু মুঠো খাবার খেলেও, আবার কোন কোনদিন রাত হয়ে যায় বাড়ি ফিরতে।
advertisement
advertisement
তবে আক্ষেপ, মেকআপ ত্রিশূল ভাড়া দিয়ে শেষে হাতে থাকে না খুব বেশি অর্থ। আগে মানুষজন উৎসাহ নিয়ে সাহায্য করলেও, এখন আর তেমনভাবে সাহায্য করেনা। তবুও সারাদিন চড়া মেকআপ নিয়েই কষ্ট সহ্য করে শিব ভক্ত বিপুল তার লক্ষ্যে অবিচল। এই কষ্টের মধ্যে দিয়েই যেন দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা চালাচ্ছেন তিনি। তার সংগ্রহের অর্থ দিয়েই দেবাদিদেবকে খুশি করতে এখন দিনরাত এক করে পার্বতীকে সঙ্গে নিয়ে ঘুরছেন শিব ভক্ত বিপুল।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2025 10:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: শিব সেজে বাড়ি বাড়ি অর্থ সংগ্রহে যান! সঙ্গে থাকে পার্বতীও! তারপর কী করেন? জানলে চমকে যাবেন







