Bangla News: কী কাণ্ড! বারুইপুর হাসপাতালে ভর্তি ক্যাটরিনা! খবর পেয়ে এলেন ভাই, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral: সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে চিকিৎসাধীন মহিলার খোঁজ পেল পরিবার, বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এক মহিলা।

+
বারুইপুর

বারুইপুর হাসপাতাল

বারুইপুর: সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে হাসপাতালে চিকিৎসাধীন মহিলার খোঁজ পেল পরিবার। বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এক মহিলা। সোশ্যাল মিডিয়া ওই মহিলার বক্তব্য-সহ ভিডিও দেখে হাসপাতালের হদিস পায় মহিলার পরিবার। তারপর তাঁরা চলে আসেন হাসপাতালে। সম্পূর্ণ সুস্থ করে তাঁকে পরিবারের হাতে তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে।
এদিন, বাড়ি ফেরার জন্য অ্যাম্বুল্যান্স করে হাওড়া স্টেশনে তাঁকে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয় হাসপাতালের পক্ষ থেকে। নতুন জীবন পেয়ে একমাস পর বাড়ি ফিরতে পেরে খুশী ওই মহিলা। হাসপাতালের চিকিৎসক, নার্সদের ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিবার।
আরও পড়ুনঃ জ্বাল দিতে গিয়ে বারবার উথলে যাচ্ছে দুধ? ভুল ভেবে নিজেকে দুষবেন না, অশুভ ইঙ্গিতে তছনছ সংসার, জানুন প্রতিকার
হাসপাতাল সুত্রে খবর, ওই মহিলাকে কয়েকজন ব্যক্তি হাসপাতালের বেডে ফেলে রেখে চলে গিয়েছিলেন। তখন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মহিলার বাম হাতে আঘাতের চিহ্ন ছিল। ঘা দগদগ করছিল। এই অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসকরা দেরি না করে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। এরপর সুপারের পরামর্শে শল্য বিভাগের চিকিৎসকরা তাঁর অস্ত্রোপচার করেন। বিশেষ টিম গঠন করে চিকিৎসার নজরদারি করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা।
advertisement
advertisement
এ দিন তাঁর ভাই মাইকেল মুরমু বলেন, দিদিকে এ ভাবে ফিরে পাব ভাবিনি। হাসপাতালের কেউ সোশ্যাল মিডিয়াতে দিদির বক্তব্য-সহ অবস্থার কথা পোস্ট করে। সেই ভিডিও আমরা দেখে জানতে পারি দিদি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এমনকী, তাতে হাসপাতালের ফোন নম্বর দেওয়া ছিল। তারপরেই আমরা হাসপাতালে যোগাযোগ করে চলে আসি। মাইকেল বলেন, দিদি কাজের জন্য প্রায় কলকাতায় আসত। সেইভাবেই ৩ ফেব্রুয়ারি কলকাতায় এসেছিল। তারপর থেকে দিদির খোঁজ করে কোনও হদিশ পায়নি। আর নিজের ১২ বছরের মেয়ের কাছে ফিরতে পেরে হাসপাতালের নার্স, অতিরিক্ত সুপারকে বারে বারে প্রণাম করছেন সেই মহিলা।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কী কাণ্ড! বারুইপুর হাসপাতালে ভর্তি ক্যাটরিনা! খবর পেয়ে এলেন ভাই, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement