Viral Video: মৃত্যুতেও নেই 'মুক্তি'...? হাঁটু সমান কাদা-জল ঠেলেই ভরা বর্ষায় শ্মশানযাত্রা, গ্রাম বাংলার চরম দুর্দশার ভিডিও ভাইরাল! দেখুন...
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Viral Video: শ্মশান যাত্রার দুর্বিষহ ছবি শ্মশান যাত্রী তুলে ধরেছেন নিজেদের মোবাইলে আর সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল সামাজিক মাধ্যমে।
খণ্ডঘোষ: শ্রাবণের শুরুতেই নাগাড়ে বৃষ্টিতে ভয়াবহ হাল গ্রাম বাংলার! দুরবস্থা চরমে পৌঁছেছে। আর এই অবস্থাতেই মৃতদেহ কাঁধে কোনওরকমে হাঁটু সমান কাদা জল পেরিয়ে সৎকারের জন্য শ্মশানের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন কয়েকজন গ্রামবাসী। শ্মশান যাত্রার সেই দুর্বিষহ ছবি শ্মশান যাত্রী তুলে ধরেছেন নিজেদের মোবাইলে আর সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল সামাজিক মাধ্যমে।
অভিযোগ বারংবার পঞ্চায়েত ও প্রশাসনিক স্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। যদিও ভিডিও প্রকাশ্যে আসতেই এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার রাস্তা নির্মাণের আশ্বাস দিয়েছেন।
advertisement
advertisement
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া পঞ্চায়েতের ইন্দুটি গ্রামে যেন ‘মরেও শান্তি নেই’ পরিস্থিতি! প্রায় ৮০০ মিটার বেহাল দশা রাস্তার।শ্মশান পর্যন্ত মৃতদেহ নিয়ে যেতে গ্রামবাসীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বর্ষণে বেড়েছে ভোগান্তি।বৃষ্টির জলে থৈ থৈ সেই পথে, হাঁটু সমান কাদা পেরিয়ে প্রিয়জনের নিথর দেহ কাঁধে তুলে নিতে হচ্ছে গ্রামবাসীদের। সেই দৃশ্যই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
advertisement
কয়েকদিনের টানা বৃষ্টিতে এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। গ্রামের একজন বাসিন্দা মারা যাওয়ার পর রাস্তার বেহাল দশার কারণে সেদিন দেহ সৎকার করা সম্ভব হয়নি। পরের দিন সকালে বহু কষ্টে কাদা জল পেরিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে গিয়ে গ্রামবাসীদের যে হিমশিম অবস্থা।
advertisement
এই চিত্র সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা একযোগে শাসকদলকে কাঠগড়ায় তুলেছে। অন্যদিকে, বেহালা রাস্তার ভিডিও প্রকাশ্যে আসতেই জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তা নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে।
সায়নী সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 6:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: মৃত্যুতেও নেই 'মুক্তি'...? হাঁটু সমান কাদা-জল ঠেলেই ভরা বর্ষায় শ্মশানযাত্রা, গ্রাম বাংলার চরম দুর্দশার ভিডিও ভাইরাল! দেখুন...