Viral Video: জঙ্গলে খাবার নেই! মানুষের অত্যাচার! ১০০টি হাতি মিলে একী করল ঝাড়গ্রামে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Viral video: ১০০টি হাতি! যা ঘটল ঝাড়গ্রামে, জানলে আতঙ্ক হবে
ঝাড়গ্রাম: দিনের পর দিন জঙ্গলমহল ঝাড়গ্রামে হাতির হানা বেড়েই চলেছে। কখনও বাড়ি ঘরে তাণ্ডব চালাচ্ছে দলমার দল। হাতির তাণ্ডবে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। বাড়িতে থাকায় যেন ক্রমশ দায় হয়ে উঠছে তাদের। শুধু ক্ষয়ক্ষতি না মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে হাতির তাণ্ডবে। হাতির তান্ডবে একপ্রকার নাজেহাল ঝাড়গ্রাম জেলাবাসী। মঙ্গলবারও হাতির তাণ্ডব থেকে রেহাই পেলেন না ঝাড়গ্রামবাসী।
মঙ্গলবার ভোর রাতে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে হাতির তাণ্ডবে ভাঙল একাধিক ঘরবাড়ি। স্থানীয় সূত্রে খবর, প্রায় ১০০ টি দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে ৯-১০ টি বাড়ি ভেঙে চুরমার করেছে। শুধু তাই নয় একটি আইসিডিএস কেন্দ্রেও তাণ্ডব চালায় হাতির পাল।
advertisement
advertisement
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের পড়াশুলি, পাথরা, যুগিশোল, নাইকানশোল সহ শুকনাখালি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল ভোর রাতে হাতির দল ঢুকে এলাকায় ব্যাপক ভাঙচুর চালায়। শুধু ঘর বাড়ি নয় এলাকার চাষের জমিতেও তাণ্ডব চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে দাঁতাল হাতির দল। মনে করা হচ্ছে, জঙ্গলে খাবার না থাকায় এবং সাধারণ মানুষের অত্যাচারে গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির দল, তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে।এলাকাবাসীদের অভিযোগ বনদফতরের কোন ভূমিকাই দেখা যায় না। এলাকার মানুষ যাতে ক্ষতিপূরণ পান তার জন্য আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 9:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: জঙ্গলে খাবার নেই! মানুষের অত্যাচার! ১০০টি হাতি মিলে একী করল ঝাড়গ্রামে!