South 24 Parganas News: কথা বলা বাঁশিতেই জীবনের সুর তুলে ভাইরাল সুমন

Last Updated:

গ্রামের মেঠোপথ থেকে শহরের অলি-গলিতে বাঁশির সুরে সকলের মন মজাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার সুমন মিস্ত্রি। আর পাঁচটা বাঁশির থেকে একটু আলাদা সুমনের বাঁশি। সুমনের বাঁশি কথা বলে হুবহু মানুষের মত।

+
বাঁশিওয়ালা

বাঁশিওয়ালা সুমন

দক্ষিণ ২৪ পরগনা: গ্রামের মেঠোপথ থেকে শহরের অলি-গলিতে বাঁশির সুরে সকলের মন মজাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার সুমন মিস্ত্রি। আর পাঁচটা বাঁশির থেকে একটু আলাদা সুমনের বাঁশি। সুমনের বাঁশি কথা বলে হুবহু মানুষের মত। কখনও বাঁশিতে বোল উঠছে “আমাকে একটা বাঁশি কিনে দাও না,” কখনও আবার, “আমি ঘুরতে যাবো”-র মত বাচ্চাদের নাছোড় দাবি। তার সেই বাঁশির সুর শুনে মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে যায় আট থেকে আশি সকলেই। তাঁর বাঁশি থামলেই মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা ‘ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম’। মাথায় একটা অদ্ভুত ছাতা বেঁধে বাঁশি বাঁজিয়ে সুমন হেঁটে চলেন গ্রামের পর গ্রাম।
আর তার বাঁশি শুনে পিছনে পিছনে চলে ছেলের দল, ঠিক যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। কিন্তু ঠিক কত দাম এই বাঁশির, সুমনের সঙ্গে কথা বলে জানা যায় এই বাঁশিগুলির এক একটির দাম মাত্র ২০ টাকা। প্লাস্টিকের তৈরি সাধারণ বাঁশি, কিন্তু হাত ও মুখের সাহায্যে বাতাসের গতি নিয়ন্ত্রণ করে সুরের ওঠানামা করান তিনি। আর এতেই তৈরি হয় এই মন্ত্রমুগ্ধকর আওয়াজ। মানুষ এই বাঁশির সুর সুরে আনন্দ পায়, হাসে, শিশুরা ছুটে আসে তাঁর কাছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এরমধ্যেই জীবনের আনন্দ খুঁজে নেন সুমন। এভাবেই বাকি জীবনটা আনন্দে কাটাতে চান সুমন।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: কথা বলা বাঁশিতেই জীবনের সুর তুলে ভাইরাল সুমন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement