Viral: বিধায়কের সঙ্গে বচসা! ভাতারে যুবককে ধরতে গিয়ে মার খেতে হল পুলিশকেই! ভিডিও ভাইরাল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral: ভাতারে বিধায়কের বিবাদ থামাতে গিয়ে এবার 'আক্রান্ত' হতে হল খোদ পুলিসকেই। জানা যাচ্ছে এক যুবককে ধরতে গিয়ে রীতিমতো মার খেতে হল পুলিশকে।
ভাতার: ভাতারে বিধায়কের বিবাদ থামাতে গিয়ে এবার ‘আক্রান্ত’ হতে হল খোদ পুলিসকেই। জানা যাচ্ছে এক যুবককে ধরতে গিয়ে রীতিমতো মার খেতে হল পুলিশকে। আর সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা যাচ্ছে যে যুবককে ধরতে গিয়ে এই কাণ্ড তাঁর নাম শেখ সাদ্দাম। বাড়ি ভাতারের আলিনগরে। অভিযোগ তার পারিবারিক সমস্যা মেটাতে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কাছে আসে ওই যুবক। সেখানেই বিধায়কের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে ওই যুবক। বিধায়ককে শারীরিকভাবে হেনস্থা করে বলেও চাউর হয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে ধরতে গেলে সে উল্টে পুলিশকেই বেধড়ক মারধর করে বলেও অভিযোগ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক অস্বাভাবিক আচরণ করছিল। তার মানসিক সমস্যা রয়েছে বলেও প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। ভাতার হাসপাতালে চিকিৎসার পর তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। যদিও ওই যুবকের দাবি, বিধায়ক তাকে পাগল সাজানোর চেষ্টা করছে।
advertisement
এই বিষয়ে যোগাযোগ করা হলে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, আমাকে মারধর করার কথা ভিত্তিহীন। ওই যুবক অস্বাভাবিক আচরণ করছিল। বাসের তলায় চলে যাচ্ছিল। তাই দেখে আমিই পুলিশকে ডেকে তাকে চিকিৎসা করানোর কথা বলি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2024 11:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral: বিধায়কের সঙ্গে বচসা! ভাতারে যুবককে ধরতে গিয়ে মার খেতে হল পুলিশকেই! ভিডিও ভাইরাল