Viral: বিধায়কের সঙ্গে বচসা! ভাতারে যুবককে ধরতে গিয়ে মার খেতে হল পুলিশকেই! ভিডিও ভাইরাল

Last Updated:

Viral: ভাতারে বিধায়কের বিবাদ থামাতে গিয়ে এবার 'আক্রান্ত' হতে হল খোদ পুলিসকেই। জানা যাচ্ছে এক যুবককে ধরতে গিয়ে রীতিমতো মার খেতে হল পুলিশকে।

ভাতারের ভিডিও ভাইরাল
ভাতারের ভিডিও ভাইরাল
ভাতার: ভাতারে বিধায়কের বিবাদ থামাতে গিয়ে এবার ‘আক্রান্ত’ হতে হল খোদ পুলিসকেই। জানা যাচ্ছে এক যুবককে ধরতে গিয়ে রীতিমতো মার খেতে হল পুলিশকে। আর সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা যাচ্ছে যে যুবককে ধরতে গিয়ে এই কাণ্ড তাঁর নাম শেখ সাদ্দাম। বাড়ি ভাতারের আলিনগরে। অভিযোগ তার পারিবারিক সমস্যা মেটাতে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কাছে আসে ওই যুবক। সেখানেই বিধায়কের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে ওই যুবক। বিধায়ককে শারীরিকভাবে হেনস্থা করে বলেও চাউর হয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে ধরতে গেলে সে উল্টে পুলিশকেই বেধড়ক মারধর করে বলেও অভিযোগ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক অস্বাভাবিক আচরণ করছিল। তার মানসিক সমস্যা রয়েছে বলেও প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। ভাতার হাসপাতালে চিকিৎসার পর তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। যদিও ওই যুবকের দাবি, বিধায়ক তাকে পাগল সাজানোর চেষ্টা করছে।
advertisement
এই বিষয়ে যোগাযোগ করা হলে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, আমাকে মারধর করার কথা ভিত্তিহীন। ওই যুবক অস্বাভাবিক আচরণ করছিল। বাসের তলায় চলে যাচ্ছিল। তাই দেখে আমিই পুলিশকে ডেকে তাকে চিকিৎসা করানোর কথা বলি।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral: বিধায়কের সঙ্গে বচসা! ভাতারে যুবককে ধরতে গিয়ে মার খেতে হল পুলিশকেই! ভিডিও ভাইরাল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement