Viral News: পাচারকারীদের কিডন্যাপ করল কারা? জঙ্গলে ফেলে দিল কয়েক লাখ টাকার এই জিনিস! তারপর? চমকে যাবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Viral News: চোরের উপর এভাবে হল বাটপারি! গোটা ঘটনা জেনে পুলিশও নাজেহাল! জানলে অবাক হবেন
উত্তর ২৪ পরগনা: সোনা পাচারকারী জেনেই কি কিডন্যাপ করে ছিল দুষ্কৃতীরা! যেন চোরের উপর বাটপারি। অশোকনগর থানার পুলিশের হাতে ধৃত তিন অভিযুক্তকে ঘিরে এখন এমন প্রশ্নই উঠছে। জানা যায়, অশোকনগর থানা এলাকার অন্তর্গত দোগাছিয়া এলাকায় তিন সন্দেহভাজন লোককে আটকে রেখে পুলিশকে খবর দিয়েছিল এলাকার মানুষজন। স্থানীয় এলাকাবাসিরা জানান, গতকাল রাতে দ্রুতগতির একটি চারচাকা গাড়ি এসে থামে। অদূরেই তখন ক্লাবের সামনে বসে ছিলেন কয়েকজন। তারপরেই চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা পৌঁছন গাড়ির সামনে। দেখেন ৩৫ – ৩৬ বছরের ৩ জন নিজেদের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি করছে। যদিও স্থানীয়দের দেখেই দাঁড়িয়ে থাকা গাড়িটি পালিয়ে যায়।
এরপর ওই তিন যুবককে ধরে বিষয়টি সম্বন্ধে জানতে চাওয়া হলে, বিভূতি বিশ্বাস নামে বনগাঁ থানার অন্তর্গত নারায়ণ গোপালগঞ্জের ব্যক্তি জানান, কাজের প্রয়োজনে দত্তপুকুরে আসার পর, স্টেশনের কাছ থেকে তিন ব্যক্তি দত্তপুকুর থানার পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়িতে তোলেন। এরপর তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। আটক আরও দুই ব্যক্তিরা হলেন শুভঙ্কর হালদার যিনি গোবরা স্বরুপনগর থানার বাসিন্দা ও রাজেশ ঠাকুর বাদুড়িয়ার বাসিন্দা। এরপরই সুযোগ বুঝে বিভূতি সোনার বিস্কুটের প্যাকেটটি জঙ্গলে ছুড়ে ফেলে দেন। তখনই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। ঘটনার খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ গিয়ে জিজ্ঞাসা বাদ করলে গোটা ঘটনার কথা জানান তারা।
advertisement
advertisement
এরপরই পুলিশ তাদের আটক করে নিয়ে আসে থানায়। পুলিশে জিজ্ঞাসা বাদে উঠে আসে গোটা ঘটনার কথা। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি ছুরি উদ্ধার হয়েছে। অপরদিকে, বিভূতি বিশ্বাসের কাছে থাকা সোনার ছটি বিস্কুটও উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৬০ থেকে ৬৫ লক্ষ টাকা বলে জানিয়েছে অশোকনগর থানার পুলিশ। এদিন হাবরা এসডিপিও প্রসেনজিৎ দাস, থানার আধিকারিক চিন্তামণি নস্কর সাংবাদিক সম্মেলন করে অশোকনগর থানার এই সাফল্যের কথা জানান। অভিযুক্ত তিনজনকে এদিন বারাসত আদালতে পাঠানো হয় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। তবে এই বিভূতি লক্ষাধিক টাকার সোনার বিস্কুট পাচার নাকি অন্য কোন উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তা অবশ্য জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2024 11:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: পাচারকারীদের কিডন্যাপ করল কারা? জঙ্গলে ফেলে দিল কয়েক লাখ টাকার এই জিনিস! তারপর? চমকে যাবেন