Viral Couple Video: প্রথাগত তালিম ছাড়াই এত সুর...! স্বামী-স্ত্রী গাইছেন একের পর এক গান, একবার শুনলে মুগ্ধতা ঘিরে ফেলবে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Viral Couple Video: স্বামী ও স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় গান পরিবেশন করেছেন এই দম্পতি। কয়েকবার আকাশবাণীতেও গান পরিবেশন করেছেন।
মেদিনীপুর: গানের কোনও পেশাগত তালিম নেই, নেই প্রাথমিক গানের শিক্ষা। তবুও এই দম্পতির গানের গলা অবাক করবে আপনাকে। শুধু তাই নয়, একসময় আকাশবাণীতে শিল্পী হিসেবেও অংশ নিয়েছেন। বয়স ধীরে ধীরে বাড়লেও স্বামী-স্ত্রী মিলে গানের রেওয়াজ করেন। নতুন গান লিখে তাতে সুরও দেন। লিখেছেন প্রার্থনা সঙ্গীত, গণ সঙ্গীত-সহ নানা সচেতনতামূলক গান। সংখ্যাটা প্রায় শতাধিক। খেতে ভুলে গেলেও গানে কিছু ভুল নেই। প্রথাগত তালিম না থাকলেও এই দম্পত্তির গলার সুর ও গানের লাইন আপনাকে বেশ ভাবিয়ে তুলবে।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের প্রত্যন্ত এক গ্রামীণ এলাকা রানিসরাই গ্রাম পঞ্চায়েতের হলদিয়া গ্রামের বাসিন্দা উপেন মান্ডি। বয়স তার ৭০ পেরিয়েছে। পেশাগতভাবে তিনি ছিলেন রেলের ওয়ার্কশপের একজন টেকনিশিয়ন। বর্তমানে তিনি অবসর নিয়ে ঘরে বন্দি, কাটাচ্ছেন অবসর সময়। প্রতিদিন চলে গানের রেওয়াজ। স্বামী-স্ত্রী মিলে কখনও হারমোনিয়াম, আবার কখনও কি-বোর্ড নিয়ে বসে পড়েন গানের রেওয়াজ করতে।
advertisement
আরও পড়ুনঃ সকালে ঘুম ভাঙলে ‘এই’ ৬ উপসর্গ লক্ষ্য করেছেন…? নিঃশব্দে হুহু করে বেড়েছে থাইরয়েড! উপেক্ষা করলে প্রাণঘাতী
স্কুল জীবন থেকে নানা সামাজিক বিষয়, চোখের সামনে দেখা বিভিন্ন ঘটনা নিয়ে গান লিখতেন উপেন মান্ডি। সেই গান বিভিন্ন অনুষ্ঠানে গাইতেন তারা। ছেলেও পারে কি-বোর্ড বাজাতে। এভাবেই অবসর জীবন কাটে উপেন মান্ডি। ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে চলে আসেন হলদিয়া। সেখানে বাড়ি করে শুরু করেন বসবাস।
advertisement
advertisement
উপেন বাবুর বাবা এবং মা দু’জনই গান করতেন। পারিবারিকভাবে সেই গানের ধারাকে জিইয়ে রেখেছেন তিনি। তবে উপেন মান্ডির স্ত্রী লতিকা মান্ডির গানের গলা অত্যন্ত সুন্দর। তারও পারিবারিকভাবে ছিল গানের চর্চা। মিশন জীবন এমনকি কর্মজীবনেও লিখেছেন প্রার্থনা সঙ্গীত, গণ সঙ্গীত-সহ নানা সচেতনতামুলক গান। এখনও সময় পেলে লেখেন গান। পরে স্বামী ও স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন।
advertisement
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় গান পরিবেশন করেছেন এই দম্পতি, বিনিময়ে পেয়েছেন অর্থ। শুধু তাই নয়, বেশ কয়েকবার আকাশবাণীতেও গান পরিবেশন করেছেন তারা। উপেন মান্ডি এখনও লেখেন গান। সুরও দেন নিজে। প্রথাগতভাবে স্বরলিপির তালিম না থাকলেও গানের গলা শুনলে মোহিত হবেন। বাংলা এমনকি সাঁওতালি ভাষায় লিখেছেন গান। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে মুগ্ধ করেছেন সকলকে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2025 11:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Couple Video: প্রথাগত তালিম ছাড়াই এত সুর...! স্বামী-স্ত্রী গাইছেন একের পর এক গান, একবার শুনলে মুগ্ধতা ঘিরে ফেলবে