Viral Mango Tree: শখের বশেই লাগিয়েছিলেন আম গাছ... ফল ধরতেই চক্ষু-চড়কগাছ! ওটা কী?

Last Updated:

শুধুমাত্র আম রয়েছে প্রায় ২৫ রকম প্রজাতির। তবে সবের মধ্যে যা নজর করেছে তা হল এক বিশেষ প্রজাতির আম 'ব্রুনাই কিং'। যে আম খেতে অত্যন্ত সুস্বাদু এবং আকৃতি বৃহৎ।

+
পান্ডুয়ার

পান্ডুয়ার যুবক তার বাগানে ফলিয়েছেন ব্রুনাই কিং

হুগলি: বাড়িতে শখের গাছ বাগানে ফলছে দেশি-বিদেশি নানা প্রজাতির আম। হরেক রকমের আম থেকে, ভিয়েতনামি কাঁঠাল, বিদেশি জামরুল- সবই। শুধুমাত্র আম রয়েছে প্রায় ২৫ রকম প্রজাতির। তবে সবের মধ্যে যা নজর করেছে তা হল এক বিশেষ প্রজাতির আম ‘ব্রুনাই কিং’। যে আম খেতে অত্যন্ত সুস্বাদু এবং আকৃতি বৃহৎ। একটি আম যখন সম্পূর্ণ ভাবে পেকে যায় তখন তার ওজন হয় প্রায় চার থেকে পাঁচ কেজি। কিন্তু এই আমের এখনই সাইজ প্রায় আড়াই থেকে তিন কিলো। এমনই অভিনব গাছ বাগান বানিয়ে তাক লাগিয়েছেন পান্ডুয়ার শিক্ষক পার্থ দে।
নিজে আম খেতে ভালোবাসেন বলে, দেশ বিদেশের প্রায় ২৫ রকমের আম গাছ বসিয়েছেন তিনি। গত পাঁচ বছর ধরে তার বাগানে ফলছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাং মাই, বুনাই কিং, ইয়োলো আইভরি, ব্যানানা ম্যাঙ্গোর মত দুষ্পাপ্য সব আম। এবারই প্রথম ‘ব্রুনাই কিং’ আম ফলিয়েছেন। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদা, জামরুল, কলা, লিচুগাছও রয়েছে বাগানে।
advertisement
advertisement
পার্থ বলেন, ‘প্রতি বছরই গরম বাড়ছে। তাই গাছ লাগানোর সংকল্প করেছি। ফল খাওয়াও হল আবার গাছও হল। তাতে মানুষের উপকারই হবে।’ লক্ষাধিক টাকার ফলের চারা কিনে বসিয়েছেন। সার খোল দিয়ে গাছের পরিচর্যা করেন। থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে যা সারা বছর ফলে। আমেরিকান কেন্টের চারা হাওড়ার একটি নার্সারি থেকে সারে ছয় হাজার টাকা দিয়ে কিনে এনেছিলেন। মেদিনীপুর থেকে এনেছেন ‘ব্রুনাই কিং’ প্রজাতির আমের চারা। সেই গাছে আম ফলেছে।কাঁচায় যার ওজন এখনই তিন কিলো হয়েছে। পাকার সময় আরও বাড়বে ওজন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Mango Tree: শখের বশেই লাগিয়েছিলেন আম গাছ... ফল ধরতেই চক্ষু-চড়কগাছ! ওটা কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement