East Medinipur News: চালের উপর আস্ত এক ক্যানভাস! যুবকের শিল্প প্রতিভায় বিস্মিত বাংলা
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
বর্তমানে চাল, নুড়ি পাথর, ট্যাবলেটে ছবি এঁকে চলছেন তিনি। স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, মা সারদার মতো বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি ফুটে উঠেছে চাল, নুড়ি পাথরে।
নন্দকুমার: ক্যানভাস না! ট্যাবলেট, চাল, নুড়ি-পাথরে ফুটিয়ে তুলছে শিল্প প্রতিভা। ছোট থেকেই ছবি আঁকার প্রতি বাড়তি ঝোঁক। বর্তমানে মাইক্রো আর্টিস্ট হিসেবে পরিচিতি লাভ করেছে সে। চাল, নুড়ি, পাথর ও ট্যাবলেটে অনায়াস দক্ষতায় ফুটিয়ে তোলাই তাঁর শিল্পকর্ম। টাকার অভাবে উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা হয়নি। ছবি আঁকার মাধ্যমেই সফল হওয়ার রাস্তা খুঁজে পেয়েছে জেলার এক যুবক।
নন্দকুমার ব্লকের কোলসর গ্রামের পঞ্চানন ভূুঁইয়া। ছোটবেলা থেকেই ছবি আকার দিকে ঝোঁক থাকলেও সেভাবে ছবি আঁকা শেখেননি। কিন্তু বর্তমানে তিনি মাইক্রো আর্টিস্ট হিসাবে পরিচিতি লাভ করেছেন।
এই ধরনের শিল্পীরা বড় ক্যানভাস নয়, তাদের শিল্পকর্ম ফুটিয়ে তোলেন ছোট ছোট নুড়ি পাথর, চাল, ধান, চক চিকিৎসার জন্য খাওয়া ট্যাবলেট ওষুধে। পঞ্চাননের বয়স মাত্র ২২ বছর। উচ্চ মাধ্যমিক পাস করে টাকা পয়সার অভাবে আর কলেজে ভর্তি হওয়া হয় না। প্রথমে বাবার সঙ্গে মাটির প্রতিমা গড়ার কাজে হাত দেয়। কিন্তু তাতে মন টান ছিল না। মন পড়েছিল ছবি আঁকায়।
advertisement
advertisement
বর্তমানে চাল, নুড়ি পাথর, ট্যাবলেটে ছবি এঁকে চলছেন তিনি। স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, মা সারদার মতো বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি ফুটে উঠেছে চাল, নুড়ি পাথরে। তাঁর কথায়, “ছোট বয়স থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল। কিন্তু সেভাবে কোথাও ছবি আঁকা শেখা হয়নি। উচ্চ মাধ্যমিকের পর আর্থিক কারণে পড়াশোনা আর এগোয়নি। তখন আবার নতুন করে ছবি আঁকার প্রতি আকৃষ্ট হই। বর্তমানে এই ছবি আঁকা আমাকে পরিচিতি দিয়েছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2024 10:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: চালের উপর আস্ত এক ক্যানভাস! যুবকের শিল্প প্রতিভায় বিস্মিত বাংলা