#কলকাতা: নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে আসতেই বিপাকে বিজেপি ৷ নির্বাচনী কেন্দ্রগুলিতে প্রার্থী দেওয়া নিয়ে কার্যত সিঁদুরে মেঘ দেখছে বিরোধী দলগুলি ৷ এর মধ্যেই সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই সংঘর্ষে জড়াল তৃণমূল বিজেপি ৷ উত্তেজনা ছড়াল বাঁকুড়া, বীরভূমেও ৷ এর মধ্যেই মনোনয়ন জমা দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ৷
বীরভূমের দুবরাজপুরের ব্লক অফিসে প্রশাসনের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল ৷ সেই অফিসে বিজেপির আগেই পৌঁছে যান তৃণমূলের প্রতিনিধিরা । পরে বিজেপির টাউন সভাপতি সহ দলের নেতাকর্মীরা সেখানে পৌঁছলে, তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে ৷ বিজেপির দাবি, তৃণমূলের সদস্যরা তাদের নেতাকর্মীদের মারধর করেন। বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরেরও চেষ্টা করা হয় ৷ দুই রাজনৈতিক দলের কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ অবশেষে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং বৈঠকে যোগ দেয় বিজেপি ৷
রামপুরহাট মহকুমাশাসকের অফিসে তৃণমূলের হাতে আক্রান্ত এসইউসিআই-এর দুই কর্মী। বিরোধীদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে নলহাটি দু নম্বর ব্লকে। রামপুরহাট দু নম্বর ব্লকে সিপিএম কর্মীদের উপর চড়াও হন তৃণমূল কর্মীরা ৷ এই ঘটনায় গুরুতর আহত হন জিয়ারুল হক নামে এক সিপিএম কর্মী ৷ অন্যদিকে, রামপুরহাট এক নম্বর ব্লক অফিসে বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় অন্তত ৩০ জন আহত হন ৷ অভিযোগের তির তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। মুরারইয়েও তৃণমূল কর্মীদের হাতে গুরুতর জখম হন বিজেপি সদস্যরা। এমনটাই অভিযোগ উঠছে ৷
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার বিষ্ণুপুরেও। স্থানীয় বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গোষ্ঠীর অনুগামীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷ এই ঘটনায় গুরুতর জখম হন এক স্থানীয় বাসিন্দা ৷
হলদিয়ার সুতাহাটায় সিপিএম ও বিজেপিকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনার প্রতিবাদে অবরোধ করেন সিপিএম কর্মী সমর্থকেরা । পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী । হলদিয়ার বিধায়ক তাপস মণ্ডলকে হেনস্থার অভিযোগ উঠেছে ৷ সুতাহাটার পাশাপাশি মনোনয়নপত্র জমা ঘিরে উত্তেজনা ছড়ায় খেজুরি, ভগবানপুর, মুগবেড়িয়াতেও।
এদিকে, জলপাইগুড়ির ধূপগুড়িতে সাতটি আসনের মনোনয়ন জমা দিল বিজেপি ৷ তবে, এই ঘটনাকে কেন্দ্র করে কোনও হাতাহাতির খবর প্রকাশ্যে আসেনি ৷ মালদহ জেলা পরিষদের ন’টি আসনের জন্য চাঁচল এসডিও অফিসে মনোনয়ন জমা দেন কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Nominatio, North Bengal Panchayat Election 2018, North Bengal Panchayet Election, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election, TMC