মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে জেলায় জেলায় সংঘর্ষ, রক্তাক্ত উত্তর থেকে দক্ষিণ

Last Updated:

নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে আসতেই বিপাকে বিজেপি ৷ নির্বাচনী কেন্দ্রগুলিতে প্রার্থী দেওয়া নিয়ে কার্যত সিঁদুরে মেঘ দেখছে বিরোধী দলগুলি ৷ সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই সংঘর্ষে জড়াল তৃণমূল বিজেপি ৷

#কলকাতা: নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে আসতেই বিপাকে বিজেপি ৷ নির্বাচনী কেন্দ্রগুলিতে প্রার্থী দেওয়া নিয়ে কার্যত সিঁদুরে মেঘ দেখছে বিরোধী দলগুলি ৷ এর মধ্যেই সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই সংঘর্ষে জড়াল তৃণমূল বিজেপি ৷ উত্তেজনা ছড়াল বাঁকুড়া, বীরভূমেও ৷ এর মধ্যেই  মনোনয়ন জমা দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ৷
বীরভূমের দুবরাজপুরের ব্লক অফিসে প্রশাসনের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল ৷ সেই অফিসে বিজেপির আগেই পৌঁছে যান তৃণমূলের প্রতিনিধিরা । পরে বিজেপির টাউন সভাপতি সহ দলের নেতাকর্মীরা সেখানে পৌঁছলে, তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে ৷ বিজেপির দাবি, তৃণমূলের সদস্যরা তাদের নেতাকর্মীদের মারধর করেন। বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরেরও চেষ্টা করা হয় ৷ দুই রাজনৈতিক দলের কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ অবশেষে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং বৈঠকে যোগ দেয় বিজেপি ৷
advertisement
রামপুরহাট মহকুমাশাসকের অফিসে তৃণমূলের হাতে আক্রান্ত এসইউসিআই-এর দুই কর্মী। বিরোধীদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে নলহাটি দু নম্বর ব্লকে। রামপুরহাট দু নম্বর ব্লকে সিপিএম কর্মীদের উপর চড়াও হন তৃণমূল কর্মীরা ৷ এই ঘটনায় গুরুতর আহত হন জিয়ারুল হক নামে এক সিপিএম কর্মী ৷ অন্যদিকে, রামপুরহাট এক নম্বর ব্লক অফিসে বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় অন্তত ৩০ জন আহত হন ৷ অভিযোগের তির তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। মুরারইয়েও তৃণমূল কর্মীদের হাতে গুরুতর জখম হন বিজেপি সদস্যরা। এমনটাই অভিযোগ উঠছে ৷
advertisement
advertisement
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার বিষ্ণুপুরেও। স্থানীয় বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গোষ্ঠীর অনুগামীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷ এই ঘটনায় গুরুতর জখম হন এক স্থানীয় বাসিন্দা ৷
হলদিয়ার সুতাহাটায় সিপিএম ও বিজেপিকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনার প্রতিবাদে অবরোধ করেন সিপিএম কর্মী সমর্থকেরা । পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী । হলদিয়ার বিধায়ক তাপস মণ্ডলকে হেনস্থার অভিযোগ উঠেছে ৷ সুতাহাটার পাশাপাশি মনোনয়নপত্র জমা ঘিরে উত্তেজনা ছড়ায় খেজুরি, ভগবানপুর, মুগবেড়িয়াতেও।
advertisement
এদিকে, জলপাইগুড়ির ধূপগুড়িতে সাতটি আসনের মনোনয়ন জমা দিল বিজেপি ৷ তবে, এই ঘটনাকে কেন্দ্র করে কোনও হাতাহাতির খবর প্রকাশ্যে আসেনি ৷ মালদহ জেলা পরিষদের ন’টি আসনের জন্য চাঁচল এসডিও অফিসে মনোনয়ন জমা দেন কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে জেলায় জেলায় সংঘর্ষ, রক্তাক্ত উত্তর থেকে দক্ষিণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement