পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি, চলছে বোমাবাজি-গুলি
Last Updated:
#মালদহ: পঞ্চায়েত মামলার জট কেটেছে ৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সব আসনে ফল ঘোষণা করা হবে ৷ কোনও আসনেই আলাদা করে ভোট করার প্রয়োজন নেই ৷ দেশের সর্বোচ্চ আদালতের রায় রাজ্য সরকারের পক্ষে যেতেই শুরু হয় পঞ্চায়েতের বোর্ড গঠনের কাজ ৷ আর সেই পঞ্চায়েত বোর্ড গঠনকে ঘিরেই জেলায় জেলায় ফের অশান্তি শুরু । উত্তর দিনাজপুরের ইসলামপুরে নিহত এক । বীরভূমের নানুর, সদাইপুরে তুমুল গোলমাল । নদিয়ার চাপড়াতে ধুন্ধুমার পরিস্থিতি । মালদহের আড়াইডাঙা থেকেও তুমুল অশান্তির খবর মিলেছে ।
পঞ্চায়েত বোর্ড গঠনের পরই মালদহের রতুয়ার ২ নম্বর ব্লকে হিংসা ছড়িয়েছে ৷ পুকুরিয়ায় বিজেপির জয়ী প্রার্থীর বাড়িতে হামলা ৷ পুড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ যদিও ঘটনার দায় অস্বীকার করেছে শাসক দল ৷ মালদহের রতুয়ার ২ নম্বর ব্লকের আড়াইডাঙাতে এবার লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি ৷ মোট আসন ছিল ১৭টি ৷ যেখানে বিজেপি এবং তৃণমূলের দখলে ছিল ৭টি করে আসন ৷ অপরদিকে, কংগ্রেসের দখলে ছিল ৩টি আসন ৷ কারা বোর্ড করবে সেই নিয়েই সরগরম হয়ে ওঠে এলাকা ৷ অবশেষে, কংগ্রেসের তিন সদস্যের সমর্থনে বোর্ড দখল করে তৃণমূল ৷ এরপরই সংঘর্ষ বাঁধে ৷ অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সদস্য সুমিত মাঝিকে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল ৷ বোর্ড গঠন তিনি তৃণমূলকে সমর্থন না করাতেই একটি ঘর ও ২ টো মারুতি গাড়ি পোড়ানো হয় বলে অভিযোগ ৷ যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে ৷
advertisement
advertisement
নদিয়ার ভীমপুর ৷ তৃণমূল বিজেপি সংঘর্ষ ৷ ভাঙচুর করা হয় পুলিশের ৪টি গাড়ি ৷ এর পাশাপাশি নদিয়ার বাগবেরিয়াতেও উত্তেজনা ছড়িয়েছে ৷ ১৩ আসনে বাগবেরিয়া গ্রাম পঞ্চায়েতে ৮টি আসনে জয়ী হয় তৃণমূল ৷ ৫টি আসন পেয়েছে বিজেপি ৷ তৃণমূল সমর্থকদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷
advertisement
পঞ্চায়েতের রায় বেরোনোর পর বিজয় মিছিল ঘিরে উত্তপ্ত বীরভূমের নানুর থানার চণ্ডীপুর গ্রাম ৷ শুক্রবার পঞ্চায়েত রায় বেরোনোর পরই গ্রামে বিজয় মিছি হাসান শেখ এবং আনারুল শেখের অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে ৷ বোমাবাজি, আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িতে ৷ সদাইপুরে বোমায় আহত এক ৷
উত্তর দিনাজপুরের ইসলামপুরে পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ৷ শাসক শিবিরে গোষ্ঠীসংঘর্ষ ৷ চলল বোমা গুলি ৷ আহত তৃণমূল কর্মীর মৃত্যু ৷ আহত আরও ১০ ৷
advertisement
প্রসঙ্গত, এই সমস্ত অশান্তির জেরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বকেই খাঁড়া করেছেন রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়সালা হওয়া পঞ্চায়েতের আসন নিয়ে মামলায় গত শুক্রবারই ধাক্কা খেয়েছে বিজেপি ৷ কিন্তু আদালতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে বিজেপি ৷ পঞ্চায়েত বোর্ড গঠন সন্ত্রাসমুক্ত করার দাবিতে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ তাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের বোর্ড গঠনে বাধা দিচ্ছে তৃণমূল ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2018 9:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি, চলছে বোমাবাজি-গুলি