পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি অব্যাহত, হিংসার বলি 8

Last Updated:
#পুরুলিয়া: পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে অশান্তি ৷ জেলায় জেলায় বোর্ড গঠনকে কেন্দ্র করে চলছে সংঘর্ষ ৷ বোমাবাজি-গুলির লড়াই অব্যাহত ৷ কোথাও শাসক দলের ভিতরে গোষ্ঠী সংঘর্ষ ৷ আবার কোথাও শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ হিংসার জেরে এখনও অবধি ৪ জনের মৃত্যুর খবর মিলেছে ৷
বোর্ড গঠনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সংঘর্ষ শুরু হয় পুরুলিয়ায় ৷ পুরুলিয়ার জয়পুরে বিজেপির বিক্ষোভে চলে গুলি ৷ পুলিশের বিরুদ্ধেই উঠল গুলি চালানোর অভিযোগ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়ায় দু’জন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে,পুরুলিয়ার রঘুনাথপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ বাঁধে ৷ দু’দলের মধ্যে বোমাবাজিতে বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে খবর মিলেছে ৷ মালদহে ৩৬টি পঞ্চায়েতে বোর্ড গঠন ৷ এককভাবে ২১ পঞ্চায়েতে বোর্ড তৃণমূলের ৷ তৃণমূলের সমর্থনে বোর্ড ১০ পঞ্চায়েতে ৷ বিজেপির বোর্ড জেলার ৫ পঞ্চায়েতে ৷
advertisement
পুরুলিয়ার পাশাপাশি মালদহের ছবিটাও একইরকম ৷ মানিকচকের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে ৷ সেই সংঘর্ষকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ গুলিতে নিহত তৃণমূল কর্মী সালাম শেখ ৷ গুলিবিদ্ধ হয়ে এক গ্রামবাসীরও মৃত্যু হয়েছে ৷ সংঘর্ষের জেরে তিন বছরের এক শিশুও গুরুতর আহত হয়েছেন ৷ গুলিবিদ্ধ হন এক কংগ্রেস কর্মীও ৷ অন্যদিকে, গোপালপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে ৷ সেই সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ২ জনের ৷ হবিবপুরের ঋষিপুর পঞ্চায়েত অফিসে তৃণমূল-বিজেপি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ গাজোলেও সংঘর্ষের জেরে বোর্ড গঠন প্রক্রিয়া ব্যাহত হয়েছে ৷ খোঁজ নেই সরকারি কর্মীদের ৷ বিডিওর গাড়িতেও ভাঙচুরের অভিযোগ উঠল ৷
advertisement
advertisement
এর পাশাপাশি দেগঙ্গার পরিস্থিতিও ভয়াবহ ৷ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত দলেরই বিধায়ক। চোপড়ায় পুলিশি ঘেরাটোপে বোর্ড গঠন তৃণমূলের। প্রতিবাদে রাস্তায় নেমে কালাদিবস পালন বিরোধীদের । দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি মিন্টু সাহাজি? নাকি স্থানীয় বিধায়ক রহিমা মণ্ডল? আমুলিয়া পঞ্চায়েতের প্রধান পদে কার লোক বসবে? সোমবার সকালে এ নিয়েই বিবাদ চরমে ওঠে। প্রধান পদে নির্বাচনের আগে অনুগামীদের সঙ্গে পঞ্চায়েত অফিসের সামনে পৌঁছন বিধায়ক রহিমা মণ্ডল। অভিযোগ, তখনই তাঁর উপর হামলা চালায় মিন্টু গোষ্ঠী। সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। অন্যদিকে, রহিমা গোষ্ঠীর বাঁধা মঞ্চ ভেঙে দেওয়ায় উত্তেজনা ছড়ায় চৌরাসিয়া পঞ্চায়েতেও।
advertisement
পঞ্চায়েত মামলার জট কেটেছে ৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সব আসনে ফল ঘোষণা করা হবে ৷ কোনও আসনেই আলাদা করে ভোট করার প্রয়োজন নেই ৷ দেশের সর্বোচ্চ আদালতের রায় রাজ্য সরকারের পক্ষে যেতেই শুরু হয় পঞ্চায়েতের বোর্ড গঠনের কাজ ৷ আর সেই পঞ্চায়েত বোর্ড গঠনকে ঘিরেই জেলায় জেলায় ফের অশান্তি শুরু ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি অব্যাহত, হিংসার বলি 8
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement