#মুর্শিদাবাদ: পরিযায়ী শ্রমিকরা কোয়ারেন্টাইন সেন্টারে না থাকায় শ্রমিকদের বাড়ি ভাঙচুর করল গ্রামবাসীরা। বুধবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পোলাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। সোমবার ৫জন পরিযায়ী শ্রমিক কেরল থেকে পোলাডাঙ্গা গ্রামে বাড়ি ফেরেন।
অভিযোগ, স্বাস্থ্য দফতরের আশা কর্মীরা তাদের বাড়িতে থাকার নির্দেশ দেন। গ্রামবাসীরা সেই নির্দেশ মানতে নারাজ। তারা জানিয়ে দেয় গ্রামের পোলাডাঙ্গা স্কুলে তাদের থাকতে হবে। ওই শ্রমিকরা রাজি না হওয়ায় তাদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। জলঙ্গি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ৫জন শ্রমিককে পোলাডাঙ্গা স্কুলে নিয়ে এসে কোয়ারেন্টাইন রাখা হয়।
ওই ৫ যুবক কোয়ারেন্টাইন সেন্টারে যেতে নারাজ হওয়ার পর গ্রামবাসীরা চড়াও হয় তাদের বাড়ি ভাঙচুর করে। পরিযায়ী শ্রমিকের মা শেফালী বিবি বলেন, বাড়িতেই স্বাস্থ্য দফতর কর্মীরা এসেছিলেন। তারা বাড়িতে থাকারই নির্দেশ দিয়েছিল। গ্রামের লোকেরা স্কুলে থাকার জন্য চাপ দিতে থাকে। তাদের রাজি না হওয়ায় রাতের অন্ধকারে বাড়ি এসে ভাঙচুর করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Magrant Labourers House Attacked, Migrant Labours, Murshidabad