Rice Godown: একটা চালের গোডাউন রীতিমত গ্রাম খালি করার পরিস্থিতি সৃষ্টি করেছে! বিরক্ত স্থানীয়রা

Last Updated:

Rice Godown: একটা চালের গোডাউন থেকে এত তীব্র দুর্গন্ধ বের হবে কেন? কেনই বা সেখানে বারবার আগুন লাগছে?

+
এই

এই চালের গোডাউন নিয়ে বিরক্ত স্থানীয়রা।

পশ্চিম বর্ধমান: একটা চালের গোডাউনের জন্য রীতিমত গ্রাম ছাড়া হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা গ্রামের মানুষের! কিন্তু ব্যাপারটা ঠিক কি? স্থানীয়রা বলছেন, চালের গোডাউন থেকে দিনরাত তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। যার ফলে নাভিশ্বাস উঠছে গ্রামের মানুষের। এলাকার শিশুরা শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না। আবার বারবার সেখানে অগ্নিকাণ্ডের মত ঘটনাও ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, গত তিন মাস ধরে এই চালের গোডাউন নিয়ে তারা বিরক্ত হয়ে পড়েছেন। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু পরিস্থিতির বদল হয়নি। এলাকাবাসীরা অভিযোগ, যে চালের গোডাউনটি রয়েছে, সেটি ভাড়ায় দেওয়া হয়েছে। সেই গোডাউন থেকে তীব্র দুর্গন্ধ বেরিয়ে আসছে। যার ফলে স্থানীয়রা চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। তাছাড়াও বারবার অগ্নিকাণ্ডের জন্য যেকোনও সময় বড় বিপদের আশঙ্কাও রয়েছে।
advertisement
advertisement
এছাড়াও এই গোডাউনটিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। তারা বলছেন, একটা চালের গোডাউন থেকে এত তীব্র দুর্গন্ধ বের হবে কেন? কেনই বা সেখানে বারবার আগুন লাগছে? যদিও আগুন লাগার খবর পেয়ে সেখানে দমকল এসে আগুন নিভিয়ে যায়। কিন্তু আবার সেই একই পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ।
advertisement
গ্রামের বাসিন্দা রাজু বাউরী, কানাই বাগদিরা দাবি করছেন, অবিলম্বে এই গোডাউনটি ফাঁকা করে দেওয়া হোক। নয়ত গ্রামবাসীদের গ্রামে বসবাস করা একরকম অসম্ভব হয়ে দাঁড়াবে।
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rice Godown: একটা চালের গোডাউন রীতিমত গ্রাম খালি করার পরিস্থিতি সৃষ্টি করেছে! বিরক্ত স্থানীয়রা
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement