Local Liquor: পুষ্পা সিনেমার কায়দায় গ্রামে ঢুকছিল পেটি পেটি মদ! পথ আটকে উঠল 'বাংলা'র ফোয়ারা, দেশি মদে ভিজল রাস্তাঘাট

Last Updated:

Purulia Local Liquor: গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িতে লুকিয়ে গ্রামে ঢুকছিল মদ। গাড়ি আটকে গ্রামের মহিলারা নষ্ট করে দেয় সমস্ত মদ। পুরুলিয়ার জয়পুর থানা এলাকার শ্রীরামপুর গ্রামের রাস্তা ভিজল বাংলা মদে। হইচই কাণ্ড এলাকায়।

পেটি পেটি মদের বোতল নষ্ট করল গ্রামের মহিলারা
পেটি পেটি মদের বোতল নষ্ট করল গ্রামের মহিলারা
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডল: পুষ্পা সিনেমার কায়দায় গ্রামে ঢুকছিল দেশি মদ। তবে শেষটা সিনেমার মতো হল না। পথ আটকে তাণ্ডব চালাল গ্রামের মহিলারা। গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িতে লুকিয়ে গ্রামে ঢুকছিল মদ। গাড়ি আটকে গ্রামের মহিলারা নষ্ট করে দেয় সমস্ত মদ। অভিযোগ, গ্যাস সিলেন্ডার বোঝাই একটি ভ্যান গাড়িতে প্রচুর পরিমাণে মদ লুকিয়ে আনা হচ্ছিল গ্রামে।
পুরুলিয়ার জয়পুর থানা এলাকার শ্রীরামপুর গ্রামের কয়েকশো মহিলা মাঝ রাস্তায় গাড়ির পথ আটকায়। আর তারপরেই শুরু হয় আসল খেলা। পেটি পেটি দেশি মদের বোতল লুট করে নষ্ট করে দেন তাঁরা। মহিলাদের অভিযোগ, এই ভাবেই লুকিয়ে মদ গ্রামে এনে বেআইনিভাবে তা বিক্রি করা হয়।
আরও পড়ুনঃ বারাসাতের রাস্তায় ‘ব্লগার’ পুলিশ! স্বয়ং আইসি রাস্তায় নেমে যা করলেন, পুরো ঘটনা জানলে অবাক হবেন
গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ির ভিতর লুকিয়ে মদ নিয়ে আসা হচ্ছে গ্রামে, সেই খবর পেয়ে গ্রামের মহিলারা গাড়ি আটকে পেটি পেটি মদের বোতল রাস্তায় ফেলে নষ্ট করে দেয়। গোটা এলাকা ভিজল বাংলা মদে। উঠল ফোয়ারা। অভিযোগ, গ্রাম থেকেই বিক্রি হত এই মদ। সেই দেশি মদ খেয়ে গ্রামের একাংশ পুরুষ আসক্ত হয়ে পড়েছে। মদ্যপ অবস্থায় মহিলাদের মারধোর করার পাশাপাশি গ্রামে টাকা পয়সা চুরির ঘটনাও ঘটছিল। মদের কারণে গ্রামে নিত্য দিনের অশান্তি ঝামেলা লেগেই থাকত। তাই মদের বিরুদ্ধে অভিযানে নেমেছে গ্রামের মহিলারা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Liquor: পুষ্পা সিনেমার কায়দায় গ্রামে ঢুকছিল পেটি পেটি মদ! পথ আটকে উঠল 'বাংলা'র ফোয়ারা, দেশি মদে ভিজল রাস্তাঘাট
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement