South 24 Parganas News: গ্রামের ঐতিহ্য বাঁশের সেতু! প্রতিবার নিজেরাই সারায়, এবার সংস্কারের দাবি প্রশাসনের কাছে
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
চওড়া খালের একপারে দুর্গানগর অপরপ্রান্তে গণেশনগর। দুটি গ্রামকে যোগ করেছে একটি বাঁশের সেতু। সেই সেতু দুর্বল হয়ে পড়ায় স্থানীয়রা সেতুটিকে সংস্কারের দাবি তুলেছেন।
নামখানা: রয়েছে একটি চওড়া খাল। খালের একপারে দুর্গানগর অপরপ্রান্তে গণেশনগর। দুটি গ্রামকে যোগ করেছে একটি বাঁশের সেতু। সেই সেতু দুর্বল হয়ে পড়ায় স্থানীয়রা সেতুটিকে সংস্কারের দাবি তুলেছেন।প্রায় ২ বছর ধরে সেতুটি বেহাল অবস্থায় রয়েছে। অথচ দক্ষিণ ২৪ পরগনার নামখানায় চুনকুড়ি খালের উপর অবস্থিত এই সেতু গ্রামের ঐতিহ্য। প্রায় ৩০০ মিটার দীর্ঘ এই সেতু, দুটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের পারাপারের প্রধান মাধ্যম।
আরও পড়ুন: মাত্র ১৫০ টাকা খরচ! এই শীতেই ঘুরে আসুন গঙ্গাসাগর…ছুটি কাটানো থেকে তীর্থ দর্শন! কাটবে দারুণ
কিন্তু সেতুটি বাঁশের তৈরি হওয়ায় প্রতিবছর সেতু সংস্কারের প্রয়োজন পড়ে। কিন্তু দীর্ঘদিন সেই সেতু সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে সেই সেতুর উপর দিয়ে পারাপার করে গ্রামবাসীরা। বর্তমানে এই সেতু নতুন করে নির্মাণ করতে সরকারি সাহায্যের প্রয়োজন। সেজন্য স্থানীয়রা প্রশাসনের কাছে দারস্থ হয়েছিলেন। কিন্তু প্রশাসনের তরফে মিলেছে শুধুই প্রতিশ্রুতি। কিন্তু সেতু আর সারানো হয়নি, সেতু যেমন ছিল তেমনটাই রয়েছে বলে দাবি স্থানীয়দের।
advertisement
advertisement
এমতাবস্থায় গ্রামবাসীরা নিজেরাই কিছু বাঁশ কিনে সেতু সারাই করেছেন, কিন্তু এভাবে আর কতদিন সেই প্রশ্নই এখন করছেন সকলে।
আরও খবর পড়তে ফলো করুন
তবে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম প্রামানিক। এখন দেখার কবে এই বেহাল সেতুর সংস্কার হয়।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2023 2:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গ্রামের ঐতিহ্য বাঁশের সেতু! প্রতিবার নিজেরাই সারায়, এবার সংস্কারের দাবি প্রশাসনের কাছে