বাড়ির মধ্যে জমা জলে বিষাক্ত সাপ! কলকাতার উপকন্ঠের 'এই' এলাকার বেহাল দশা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
নিম্নচাপের জেলে টানা বৃষ্টি আর টানা বৃষ্টির কারণে জলমগ্ন গোটা এলাকার। এমনকি বাড়ির মধ্যে জমা জলে বাড়ছে বিষাক্ত সাপের উপদ্রব।
দক্ষিণ ২৪ পরগনা : নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, আর টানা বৃষ্টির কারণে জলমগ্ন গোটা এলাকা। এমনকী বাড়ির মধ্যে জমা জলে বাড়ছে বিষাক্ত সাপের উপদ্রব।
সাপের উপদ্রবের জেরে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। নিম্নচাপের যে রাতভর টানা বৃষ্টি আর তার প্রভাবে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনা একাধিক নিচু জায়গা।
জল জমেছে বেহালা ১২৭ ওয়ার্ড সরশুনা সোনামুখী দাসপাড়া এলাকার জলমগ্ন। জলমগ্ন হওয়ার কারণে এলাকায় বাড়ছে সাপের উপদ্রব। এ বিষয়ে দেবাশীষ মন্ডল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে গিয়েছে গোটা এলাকা বহু বাড়ি। জমা জলের কারণে কার্যত এলাকায় বাড়ছে সাপের উপদ্রব।
advertisement
advertisement
আরও পড়ুন- নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত ছিল হাওড়া! বুধবার বিজেপির ডাকা বনধে কী ছবি জেলায়?
বেশ কয়েকজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিষধর সাপ। এলাকার মানুষেরা বিষধর সাপ উদ্ধার করে বন দফতরকে খবর দেয়। ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকেরা পৌঁছে বিষধর সাপ উদ্ধার করে নিয়ে যা
য়। সাপের উপদ্রবের কারণে রাতের ঘুম উঠেছে এলাকাবাসীদের আমরা আতঙ্কে থাকি। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নিম্নচাপের জেরে মুষলধারে বৃষ্টির কারণে এই সমস্যার সম্মুখীন হয়েছে স্থানীয়রা।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 28, 2024 6:35 PM IST