Birbhum News: চিড়ে-মুড়ি বেঁধে আনার দরকার নেই, এবার তারাপীঠে মিলবে নিরামিষ হোটেল

Last Updated:

পনিরের বিভিন্ন রান্না যেমন পনির বাটার মাসালা,পনির টিক্কা, চিলি পনির।তাছাড়া রাতে রুমালি রুটি, তরকা, চানা মশলা বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় সম্পূর্ণ নিরামিষ।

+
শুদ্ধ

শুদ্ধ নিরামিষ খাবারের হোটেল 

বীরভূম: তারাপীঠ এলে এখনও অনেকেই চিড়ে-মুড়ি বেঁধে আনেন। মন্দিরে পুজো দিয়ে অনেকেই নিরামিষ খাবারের কোঁজ করেন কিন্তু পান না। তবে এবার সেই সমস্যার সমাধান পাওয়া যাবে এখানে।
তারাপীঠ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় কয়েক হাজার লজ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমে এই তারাপীঠ চত্বরে। অনেকে আসেন যারা তারাপীঠের বিভিন্ন খাবারের হোটেলে মাছ মাংস কিংবা ডিম দিয়ে রকমারি খাবার খেয়ে থাকেন। আবার অনেকে আছেন যারা সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে চান। কিন্তু তারাপীঠে সেই অর্থে এতদিন কোনও নিরামিষ খাবারের হোটেল ছিল না।এবার তাদের কথা চিন্তা করেই খুবই স্বল্প মূল্যে ভাত-ডাল, দু’রকমের সবজি, চাটনি, পাপড় দিয়ে নিরামিষ ভাত খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৭০ টাকার বিনিময়ে এই নিরামিষ খাবারের ব্যবস্থা চালু হয়েছে।
advertisement
advertisement
কী ভাবে পৌঁছাবেন এই হোটেল?এই হোটেল এ যেতে গেলে আপনাকে তারামা সরণী থেকে বেরিয়ে ডান দিকে এগিয়ে যেতে হবে। সেখানেSBI ATM এর সামনে বামতারা হোটেলের একদম সামনে পড়বে এই মাধবী হোটেল।হোটেলের মালিক বুবাই রায় জানান ৭০ টাকায় ভাত ডাল দু’রকমসবজি, আলুভাজা, চাটনি পাওয়া যায়। এছাড়াও পনিরের বিভিন্ন রান্না যেমন পনির বাটার মাসালা,পনির টিক্কা, চিলি পনির এসবও মিলবে এখানে।রাতের মেনুতে থাকছেরুমালি রুটি, তড়কা, চানা মশলা সমেত রকমারিখাবার পাওয়া যায় সম্পূর্ণ নিরামিষ।
advertisement
কলকাতা থেকে আগত এক দর্শনার্থী জানান, আগে অনেকবার তিনি তারাপীঠ এসেছেন তবে এসে মা তারার পুজো দিয়ে বাড়ি ফিরে গেছেন উপবাস থেকেই। কারণ তিনি সম্পূর্ণ নিরামিষ খাবার খান।এর আগে তারাপীঠ এলাকায় তেমন কোনও নিরামিষ খাবারের দোকান ছিল না।
আরও খবর পড়তে ফলো করুন
তবে এবার থেকে তিনি তারাপীঠ এলে অন্তত দু’দিন থাকবেন কারণআর খাবার নিয়ে কোনওঅসুবিধা রইলনা।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: চিড়ে-মুড়ি বেঁধে আনার দরকার নেই, এবার তারাপীঠে মিলবে নিরামিষ হোটেল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement