Birbhum News: চিড়ে-মুড়ি বেঁধে আনার দরকার নেই, এবার তারাপীঠে মিলবে নিরামিষ হোটেল
- Reported by:SOUVIK ROY
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
পনিরের বিভিন্ন রান্না যেমন পনির বাটার মাসালা,পনির টিক্কা, চিলি পনির।তাছাড়া রাতে রুমালি রুটি, তরকা, চানা মশলা বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় সম্পূর্ণ নিরামিষ।
বীরভূম: তারাপীঠ এলে এখনও অনেকেই চিড়ে-মুড়ি বেঁধে আনেন। মন্দিরে পুজো দিয়ে অনেকেই নিরামিষ খাবারের কোঁজ করেন কিন্তু পান না। তবে এবার সেই সমস্যার সমাধান পাওয়া যাবে এখানে।
তারাপীঠ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় কয়েক হাজার লজ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমে এই তারাপীঠ চত্বরে। অনেকে আসেন যারা তারাপীঠের বিভিন্ন খাবারের হোটেলে মাছ মাংস কিংবা ডিম দিয়ে রকমারি খাবার খেয়ে থাকেন। আবার অনেকে আছেন যারা সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে চান। কিন্তু তারাপীঠে সেই অর্থে এতদিন কোনও নিরামিষ খাবারের হোটেল ছিল না।এবার তাদের কথা চিন্তা করেই খুবই স্বল্প মূল্যে ভাত-ডাল, দু’রকমের সবজি, চাটনি, পাপড় দিয়ে নিরামিষ ভাত খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৭০ টাকার বিনিময়ে এই নিরামিষ খাবারের ব্যবস্থা চালু হয়েছে।
advertisement
advertisement
কী ভাবে পৌঁছাবেন এই হোটেল?এই হোটেল এ যেতে গেলে আপনাকে তারামা সরণী থেকে বেরিয়ে ডান দিকে এগিয়ে যেতে হবে। সেখানেSBI ATM এর সামনে বামতারা হোটেলের একদম সামনে পড়বে এই মাধবী হোটেল।হোটেলের মালিক বুবাই রায় জানান ৭০ টাকায় ভাত ডাল দু’রকমসবজি, আলুভাজা, চাটনি পাওয়া যায়। এছাড়াও পনিরের বিভিন্ন রান্না যেমন পনির বাটার মাসালা,পনির টিক্কা, চিলি পনির এসবও মিলবে এখানে।রাতের মেনুতে থাকছেরুমালি রুটি, তড়কা, চানা মশলা সমেত রকমারিখাবার পাওয়া যায় সম্পূর্ণ নিরামিষ।
advertisement
কলকাতা থেকে আগত এক দর্শনার্থী জানান, আগে অনেকবার তিনি তারাপীঠ এসেছেন তবে এসে মা তারার পুজো দিয়ে বাড়ি ফিরে গেছেন উপবাস থেকেই। কারণ তিনি সম্পূর্ণ নিরামিষ খাবার খান।এর আগে তারাপীঠ এলাকায় তেমন কোনও নিরামিষ খাবারের দোকান ছিল না।
আরও খবর পড়তে ফলো করুন
তবে এবার থেকে তিনি তারাপীঠ এলে অন্তত দু’দিন থাকবেন কারণআর খাবার নিয়ে কোনওঅসুবিধা রইলনা।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 24, 2023 4:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: চিড়ে-মুড়ি বেঁধে আনার দরকার নেই, এবার তারাপীঠে মিলবে নিরামিষ হোটেল









