Vegetable price hike: বাজারের থেকে অনেক কম দামে মিলছে শাকসব্জি! লাভ হতে পারে আপনারও, কোথায় যেতে হবে?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Vegetable price hike: বেশ কিছুদিন ধরে আগুন সব্জির বাজার। এবার ক্রেতাদের সুরাহা দিতে এক অভিনব পদক্ষেপ হুগলি জেলা প্রশাসনের।
হুগলি: বেশ কিছুদিন ধরে আগুন সব্জির বাজার। অগ্নিমূল্যের কারণে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন, কিন্তু এখনও নাগালে আসেনি সব্জির দাম। এবার ক্রেতাদের সুরাহা দিতে এক অভিনব পদক্ষেপ হুগলি জেলা প্রশাসনের। কাঁচা আনাজের দাম কমাতে বাজারে বাজারে নজরদারির পর এবার কাঁচা আনাজ বিক্রি শুরু করল জেলা প্রশাসন। হুগলি জেলা শাসকের দফতরের সামনে গাড়ি করে সব্জি বিক্রি করা শুরু হয়। কম দামে আনাজ পেয়ে খুশি ক্রেতারা।
হুগলির জেলা উদ্যান পালন দফতরের কৃষি ফার্ম রয়েছে, সেখানেই নানা ধরনের সব্জির চাষ হয়। পালংশাক, পেঁপে, বেগুন, বরবটি, ক্যাপসিকাম, টমেটো, শশা, ধনেপাতা উৎপাদন হয় সময় অনুযায়ী। বর্ষায় পলি হাউসে সবজি চাষ হয়েছে। এছাড়া অন্যান্য সবজি সরাসরি চাষিদের থেকে কিনে বিক্রি করা হচ্ছে সব্জি। বাজারে যা দাম তার থেকে বেশ কিছুটা কম দামে বিক্রি হচ্ছে সব্জি।
advertisement
advertisement
পটল, ঝিঙে, কুমড়ো, পেঁপের দর ৩০ টাকা কিলো, পালংশাক ৪০ টাকা, শশা ৫০ টাকা এবং বেগুনের দর ৮০ টাকা কিলো। আলু ২৮ টাকা পিঁয়াজ ৩৮ টাকা কিলো। জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক, শুভদীপ নাথ জানান, সুফল বাংলার থেকে কিলো প্রতি দু’টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। কৃষি দফতর, উদ্যান পালন দফতর, কৃষি বিপনণ ও সমবায় দফতরের তরফে একত্রিত ভাবে এই উদ্যোগ নেওয়া হয়। ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড (এফপিসি)-এর মাধ্যমে সব্জি বিক্রি করা হচ্ছে। চাষির কাছ থেকে সরাসরি কিনে সাধারন মানুষের কাছে বিক্রি করায় ফড়েদের কমিশন থাকছে না ফলে কম দামে বিক্রি করা যাচ্ছে সব্জি। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিক্রি হবে সব্জি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2024 7:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vegetable price hike: বাজারের থেকে অনেক কম দামে মিলছে শাকসব্জি! লাভ হতে পারে আপনারও, কোথায় যেতে হবে?