Vegetable Price: সবজির বাজারে 'পকেট কাটা' যাচ্ছে মধ্যবিত্তের! কবে কমবে আগুন দাম? কী বলছেন পাইকারি বাজারের ব্যবসায়ীরা

Last Updated:

সবজির বাজার আগুন ছ্যাঁকা খাচ্ছে মানুষ, সবজির দাম কমবে বিস্তারিত জানাচ্ছেন পাইকারি বাজারের ব্যবসায়ীরা

+
সবজির

সবজির বাজারে দাম কমবে কবে?

ধুলাগড়, হাওড়া, রাকেশ মাইতিঃ সবজির বাজারে ছ্যাঁকা! কবে কমবে সবিজর দাম? চড়া দামে সবজি বিক্রির লম্বা ইনিংস। বর্ষার প্রায় শুরু থেকেই সবজির আগুন দাম। তাতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। যদিও বর্ষার সময় সবজির দাম বৃদ্ধির ঘটনা প্রতি বছরই ঘটে। তবে এবার বর্ষার শুরু থেকে অতিবৃষ্টি, আর তার ফলে আগে থেকেই সবজির বাজার চড়েছে। বেশি দামে সবজি কিনতে হাঁপিয়ে উঠেছেন সাধারণ মানুষ।
এখনও বর্ষার রেশ রয়েছে। তার উপর দিন কয়েক পরই অরন্ধন অর্থাৎ রান্না পুজোর মরশুম। এই উৎসবে সবজির প্রচুর চাহিদা থাকে। তাই সবজির দামের দিকে তাকিয়ে মানুষ। পাইকারি বাজারে দাম কমলেই, সবজির দাম কমবে খুচরো বাজারে। কত দিনে দাম কমতে পারে সবজির? চলুন জেনে নেওয়া যাক…
আরও পড়ুনঃ দল বেঁধে ঘুরছে ‘তারা’, দেখলেই তেড়ে আসছে! বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই শিশুদের
ধুলাগড় পাইকারি সবজি বাজারের উপর হাওড়া-সহ পার্শ্ববর্তী জেলার খুচরো বাজার নির্ভর করে। একই সঙ্গে জেলা ও ভিন রাজ্য থেকে সবজি আমদানি হয় এখানে। স্থানীয় বিক্রেতাদের কথায় জানা যাচ্ছে, বর্ষার কারণে ফসলের ক্ষেত নষ্ট হয়েছে। ফলে পাইকারি বাজারে স্থানীয় সবজির যোগান কম থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ভিন রাজ্য থেকে ক্যাপসিকাম, সজনে ডাঁটা, টমেটো, বিনস, কপির মত সবজি আমদানি হচ্ছে। এই সমস্ত সবজির দাম বর্ষার প্রভাবে খুব একটা বেশি বাড়ে না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মেজাজ হারিয়ে ভ্যানচালককে সপাটে চড়! মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু, হাওড়ায় চাঞ্চল্য
কিন্তু স্থানীয় ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গা, বেগুন, পটলের মত বিভিন্ন সবজির জোগান কম ফলে দাম বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সবজি পাইকারি বাজারে ২০-২৫ টাকায় বিক্রি হত, সেই সবজি পৌঁছেছে ৬০-৭০ টাকায়। যা খুচরো বাজারে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, বর্ষার সময় দাম বৃদ্ধির ঘটনা প্রতি বছরের। পাইকারি বাজারে সবজির আমদানির উপর নির্ভর করে খুচরো বাজারে সবজির দাম কম-বেশি হয়। তবে কাঁচা সবজির দাম কম হবে পুজোর আগেই। হয়তো আর ১৫-২০ দিনের মধ্যেই সবজির দাম কমবে বলেই আশাবাদী পাইকারি সবজি বাজারের ব্যবসায়ীরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vegetable Price: সবজির বাজারে 'পকেট কাটা' যাচ্ছে মধ্যবিত্তের! কবে কমবে আগুন দাম? কী বলছেন পাইকারি বাজারের ব্যবসায়ীরা
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement