North 24 Parganas News: বিরাট ক্ষতি হয়ে গেল...! ভারী বৃষ্টিতে সব শেষ, এবার কী হবে? মাথায় হাত চাষিদের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে সবজি ক্ষেতে জল জমে যাওয়ায় বিপাকে তারা। প্রতিনিয়ত ক্ষেতের জল সেচ দিয়েও ফসল রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন।
উত্তর ২৪ পরগনা : ভারী বর্ষণে জলমগ্ন সবজি ক্ষেত, ক্ষতির আশঙ্কায় চাষিরা। চলতি সপ্তাহে কয়েক দিনের ভারি বর্ষণে শীতকালীন আগাম সবজি চাষে ব্যাপক ক্ষতি। জলাবদ্ধতায় পচন ধরতে ধরতে শুরু করেছে বিভিন্ন সবজির গাছ ও চারায়।
আগাম বাজার ধরতে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া, স্বরূপনগর, মিনাখাঁ-সহ আশপাশের এলাকায় মাঠের পর মাঠে শীতের আগাম সবজির আবাদ হয়েছে। এরই মধ্যে পটল, বেগুন, শিম, করলাসহ বেশিরভাগ সবজির ফলন এসেছে। এছাড়া শীতকালীন অন্যান্য সবজি মাস খানেকের মধ্যে বাজারে উঠবে। কিন্তু অসময়ে বৃষ্টিতে কৃষকের আশায় জল ঢেলে দিয়েছে।
আরও পড়ুন-দিঘার সমুদ্রে দানবীয়…! ছুটে এল কাতারে কাতারে মানুষ, ভয়ঙ্কর দৃশ্য দেখলে আঁতকে উঠবেন আপনিও
advertisement
advertisement
লাভের আশা নিয়ে এসব আগাম সবজি চাষ করে এ বছর নানা প্রতিকূলতায় পড়ে দিশেহারা কৃষকরা । বিশেষ করে বেশ কয়েকদিন ধরে চলতে থাকা নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে সবজি ক্ষেতে জল জমে যাওয়ায় বিপাকে তারা। প্রতিনিয়ত ক্ষেতের জল সেচ দিয়েও ফসল রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন।
আরও পড়ুন-১০ টাকার এই কয়েন রয়েছে? মুহূর্তে বদলে যাবে ভাগ্য… বিরাট সুখবর আপনার জন্য, কী করতে হবে জানুন
advertisement
উত্তর ২৪ পরগনার বসিরহাটের দশটি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে সবজি থেকে বিভিন্ন ফসলের চাষ হয়েছিল এবং ফলনও ফলেছিল চোখে পড়ার মত। কিন্তু বাদ সাধল লাগাতার বৃষ্টির ফলে ফসলের গোড়ায় জল জমে, যার ফলে পচন শুরু হয়েছে ঝিঙে, কাঁকরোল, উচ্ছে, পটল, পেঁপে, কাঁচ কলা-সহ একাধিক ফসল। কৃষকরা মাঠে ফসল ফলিয়ে ছিল লাভের আশায় কিন্তু তাদের আশায় জল ঢেলে দিল গত কয়েকদিনের অতি বর্ষণ। সব মিলিয়ে চরম সমাস্যায় চাষীরা।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2024 5:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিরাট ক্ষতি হয়ে গেল...! ভারী বৃষ্টিতে সব শেষ, এবার কী হবে? মাথায় হাত চাষিদের