South 24 Parganas News: টানা বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন দক্ষিণ ২৪ পরগনার সবজি চাষিরা

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার অধিকাংশ সবজি বাগানগুলিতে জল জমার মত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গাছ মৃতপ্রায় হয়ে এসেছে। পরিস্থিতির পরিবর্তন না হলে অসুবিধার মধ্যে পড়বেন কৃষকরা।

+
সবজি

সবজি বাগান

দক্ষিণ ২৪ পরগনা: কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন দক্ষিণ ২৪ পরগনার সবজি চাষিরা। অধিকাংশ সবজি বাগানগুলিতে জল জমার মত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গাছ মৃতপ্রায় হয়ে এসেছে। পরিস্থিতির পরিবর্তন না হলে অসুবিধার মধ্যে পড়বেন কৃষকরা। এ বছর বর্ষার প্রথমে বৃষ্টি না হওয়ায় অনেকেই সবজি বাগান করেছিলেন। সেক্ষেত্রে জল কিছুটা কম লাগছিল। এমন কথা জানিয়েছেন এক সবজি চাষি পরিমল ভান্ডারি। কিন্তু এই কয়েকদিনের বৃষ্টি সব হিসাব গুলিয়ে দিয়েছে।বৃষ্টি বাড়ায় বিপাকে পড়েছেন সবজি চাষিরা। নিচু ও মাঝারি খেত জলে ডুবেছে। বেশ কিছু উঁচু খেতেও জল দাঁড়িয়ে যাওয়ায় গাছের পচন দেখা দিয়েছে।
অধিকাংশ চাষির আশঙ্কা, কয়েকদিন টানা রোদ না হলে চাষিদের সমস্যা বাড়বে।টানা বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পটল, লঙ্কা, ঢ্যাঁড়শ, ঝিঙে, শসা, টম্যাটো, বেগুন চাষিরা। এ নিয়ে গণেশ ময়রা নামের এক চাষি জানিয়েছেন, নীচু জমি তো নষ্ট হয়েছে, সেই সঙ্গে প্রভাব পড়েছে উঁচু জায়গাতেও। কয়েকদিনের মধ্যে রোদ দেখা না দিলে সমস্যা বাড়বে। সেক্ষেত্রে সবজির দামে প্রভাব পড়তে পাড়ে। সবজি চাষে ক্ষতি হলে সরকারি সাহায্যের আবেদন করেছেন তিনি। বৃষ্টি এখন কবে বন্ধ হয় সেদিকেই তাকিয়ে দক্ষিণ ২৪ পরগনার কৃষকরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: টানা বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন দক্ষিণ ২৪ পরগনার সবজি চাষিরা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement