East Bardhaman: প্রসাদ খেতে গিয়ে সর্বনাশ! কালনার বাড়ি ফাঁকা করে দিল চোরের দল, গয়না সহ আবাস যোজনার টাকা নিয়ে চম্পট

Last Updated:

East Bardhaman: জানা গিয়েছে, রবিবার দুপুরে বাড়িতে কেউ ছিল না। প্রসাদ খেতে গিয়েছিলেন গৃহকর্ত্রী সীমা অধিকারী। বাড়ি ফিরে এসে দেখেন আলমারির ভাঙা। ঘরের জিনিসপত্র ওলটপালট হয়ে পড়ে রয়েছে।

গয়না সহ আবাস যোজনার টাকা নিয়ে চম্পট দিল চোরের দল
গয়না সহ আবাস যোজনার টাকা নিয়ে চম্পট দিল চোরের দল
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ ঠাকুরবাড়ির প্রসাদ খেতে গিয়েছিলেন গৃহকর্ত্রী। সেই সুযোগে বাড়ি ফাঁকা করে দিল চোরের দল! পূর্ব বর্ধমানের কালনার অধিকারী পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রবিবার দুপুরে বাড়িতে কেউ ছিল না। প্রসাদ খেতে গিয়েছিলেন গৃহবধূ সীমা অধিকারী। বাড়ি ফিরে এসে দেখেন আলমারির ভাঙা। ঘরের জিনিসপত্র ওলটপালট হয়ে পড়ে রয়েছে। সোনা, রুপোর গয়না সহ আবাস যোজনার বাড়ি বানানোর জন্য পাওয়া ৫০ হাজার টাকা খুইয়েছেন কালনার অধিকারী পাড়া এলাকার অধিকারী পরিবার।
আরও পড়ুনঃ কয়েক দশক পর কাঁকসায় ফের ম্যাজিক শো! পড়ুয়াদের টিকিটে আকর্ষণীয় ছাড়, শো কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
রবিবার রাতে কালনার ওই গৃহবধূ জানান, সোনা ও রুপোর বিভিন্ন গয়না, বাড়িতে থাকা নানা সামগ্রী চুরি গিয়েছে। এছাড়া বাড়ি বানানোর জন্য আবাস যোজনায় পাওয়া ৫০ হাজার টাকা সদ্য তুলে এনে রেখেছিলেন। ঘর বানানোর জন্য তুলে আনা সেই টাকাও চুরি গিয়েছে বলে জানান তিনি।
advertisement
advertisement
জানা যাচ্ছে, দিনকয়েক আগে প্রতিবেশী এক বাড়িতে চুরির চেষ্টা চালিয়েছিল চোরের দল। সেখানে কিছু চুরি না হলেও এবার সীমাদেবীর বাড়িতে হানা দেয় তাঁরা। গয়না, আবাস যোজনার টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: প্রসাদ খেতে গিয়ে সর্বনাশ! কালনার বাড়ি ফাঁকা করে দিল চোরের দল, গয়না সহ আবাস যোজনার টাকা নিয়ে চম্পট
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement