Bangla Video: ভাদ্র মাসের ভাদু পুজো, এই উৎসবের গল্প জানেন?

Last Updated:

Bangla Video: গোটা ভাদ্র মাস ধরেই চলে ভাদু উৎসব।সঙ্গে গাওয়া হয় ভাদুগান।রাঢ় বাংলার অন্যতম আঞ্চলিক উৎসব এটি

+
ভাদু

ভাদু নাচ

বীরভূম: লোকসংস্কৃতির ভাণ্ডার সকলের প্রিয় পশ্চিমবঙ্গ। নৃত্য, সঙ্গীত বা হস্তশিল্প, সবক্ষেত্রেই লোকসংস্কৃতির অপার খনি এই বাংলা জুড়ে।সেই লোকসংস্কৃতিরই একটি ধারা রাঢ়বঙ্গের ভাদুগান। মূলত ভাদু উৎসবকে কেন্দ্র করেই এই গানের প্রচলন। এ হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং ঝাড়খন্ডের রাঁচি ও হাজারিবাগের এক লোকউৎসব।তবে এই উৎসবের নেপথ্যে রয়েছে করুণ কাহিনী।ভাদু উৎসব তথা এই গানের প্রচলনকে ঘিরে বেশকিছু গল্প শোনা যায় সবার মুখে।
সবচেয়ে প্রচলিত যে গল্পটি হল,পঞ্চকোট রাজপরিবারের রাজা নীলমণি সিংদেওয়র তৃতীয় কন্যা ছিলেন ভদ্রাবতী আবার অনেকের মুখে শোনা যায় তার নাম ভদ্রেশ্বরী। বিয়ে ঠিক হওয়ার পরেও হবু স্বামীর অকাল মৃত্যুতে চরম মানসিক আঘাত পান তিনি।তারপরেই শোকে আত্মহত্যা করেন ভদ্রাবতী। আসলে বিয়ে করতে আসার পথে হবু বর ও বরযাত্রীরা ডাকাতদলের হাতে নিহত হন বলে জানা যায়।সেই শোকেই স্বামীর চিতায় নিজেকে শেষ করে দেন তিনি।মেয়ের স্মৃতিকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতেই নীলমণি সিংদেও ভাদুগানের প্রচলন করেন বলে জানা যায়।গল্প প্রচলিত রয়েছে বীরভূম জেলায়।সেখানে ভদ্রাবতীকে হেতমপুরের রাজার মেয়ে হিসেবে বর্ণনা করা হয়েছে।
advertisement
advertisement
বর্তমান প্রজন্মের কাছে এই ভাদু গানের প্রথা বাঁচিয়ে রাখতে বীরভূমের বেশ কয়েকজন মিলে বীরভূম জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে গেয়ে বেড়াচ্ছেন এই ভাদু গান। মূলত ভাদ্র মাসের এই একটি মাস তারা বীরভূম জেলার বিভিন্ন গ্রামে গিয়ে ভাদু গান প্রদর্শন করে থাকেন। মূলত এই আঞ্চলিক দেবীর পুজো হয় গানের মাধ্যমে। আর এই ভাদু পুজো উপলক্ষে গানে গানে মেতে উঠে এই জেলাগুলি ।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: ভাদ্র মাসের ভাদু পুজো, এই উৎসবের গল্প জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement