Utkarsh Bangla: উৎকর্ষ বাংলা সুন্দরবনের কর্মহীন মেয়েদের জীবনে আনছে নতুন দিশা! মিলছে পাটের তৈরি সামগ্রীর প্রশিক্ষণ, পাশাপাশি মিলছে ভাতাও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদের রাজাপুরে উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্যোগে শতাধিক মহিলাকে দেওয়া হচ্ছে পাটের হস্তশিল্প প্রশিক্ষণ। পাটের পাপোশ, ব্যাগ, ফুলদানি থেকে শুরু করে কাপ–প্লেট—নানা সামগ্রী তৈরির খুঁটিনাটি শিখছেন তারা।
হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সুন্দরবনের কর্মহীন মেয়েদের জীবনে নতুন দিশা, পাটের হস্তশিল্পে কর্মসংস্থানের হাতছানি। উত্তর ২৪ পরগণা জেলার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন ধরেই পুরুষদের প্রধান আয়ের উৎস জলকর বা মেছোভেড়ি। কিন্তু একই এলাকায় মেয়েদের জন্য কর্মসংস্থানের সুযোগ বলতে গেলে নেই বললেই চলে। সংসার সামলে জীবন-সংগ্রামই হয়ে ওঠে তাদের নিত্যসঙ্গী। এই বাস্তবতার মধ্যেই রাজাপুরে শুরু হয়েছে আশার আলো।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদের রাজাপুরে উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্যোগে শতাধিক মহিলাকে দেওয়া হচ্ছে পাটের হস্তশিল্প প্রশিক্ষণ। পাটের পাপোশ, ব্যাগ, ফুলদানি থেকে শুরু করে কাপ–প্লেট—নানা সামগ্রী তৈরির খুঁটিনাটি শিখছেন তারা। ভবিষ্যতে এই সংখ্যাকে আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানা গেছে। শুধু প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা প্রতিদিন পাচ্ছেন ৫০ টাকা করে ভাতা, যা তাদের উৎসাহ বাড়াচ্ছে আরও বেশি। বিনামূল্যে কাজ শেখার সুযোগ পেয়ে এলাকার মহিলারা তা হাতছাড়া করছেন না।
advertisement
advertisement
আগামীদিনে এই মহিলারাই নিজেদের উদ্যোগে এক একটি ইউনিট গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন। সংস্থার পক্ষ থেকেও তাঁদের হাতে কাজের বরাত দেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে তৈরি হতে পারে স্থায়ী আয়ের পথ। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের সংসারের আর্থিক উন্নতি ঘটবে, পাশাপাশি নিজেরাই হয়ে উঠবেন স্বনির্ভর—এমনটাই আশাবাদ প্রশাসন এবং প্রশিক্ষণকারীদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতে স্থানীয় বাজারেও পাটজাত পণ্যের চাহিদা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। মহিলাদের তৈরি সামগ্রী রাজ্যের বাইরে পাঠানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে, এই উদ্যোগ ধীরে ধীরে সুন্দরবনের নারীদের জীবনমানে বাস্তব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
November 19, 2025 12:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Utkarsh Bangla: উৎকর্ষ বাংলা সুন্দরবনের কর্মহীন মেয়েদের জীবনে আনছে নতুন দিশা! মিলছে পাটের তৈরি সামগ্রীর প্রশিক্ষণ, পাশাপাশি মিলছে ভাতাও
