South 24 Parganas News: জ্বলবে উনুন, ধোঁয়া হবে কম! গ্রীন হাউস গ্যাস কমাতে নয়া উদ্যোগ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে গোটা পৃথিবী জুড়েই। এর প্রধান কারণ হিসাবে উঠে এসেছে গ্রীন হাউস গ্যাসের কথা। সেই গ্রীন হাউস গ্যাসের পরিমাণ পরিবেশে কমাতে সুন্দরবন লাগোয়া এলাকায় দেওয়া হল কম ধোঁয়ার উনুন।
দক্ষিণ ২৪ পরগনা: বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে গোটা পৃথিবী জুড়েই। এর প্রধান কারণ হিসাবে উঠে এসেছে গ্রীন হাউস গ্যাসের কথা। সেই গ্রীন হাউস গ্যাসের পরিমাণ পরিবেশে কমাতে সুন্দরবন লাগোয়া এলাকায় দেওয়া হল কম ধোঁয়ার উনুন।
মূলত সুন্দরবন লাগোয়া এলাকার মানুষজন কাঠকেই জ্বালানি হিসাবে ব্যবহার করেন। যাতে ধোঁয়া হয় প্রচণ্ড পরিমানে। সেই ধোঁয়াতে থাকে কার্বন ডাই অক্সাইড। এতে যে ব্যক্তি রান্না করছেন তিনিও ক্ষতিগ্রস্ত হন।
advertisement
advertisement
ফলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই কম ধোঁয়ার উনুন ব্যবহারের পরামর্শ দিয়েছে। এই উনুনে কাঠ ব্যবহার করা হবে। কিন্তু তা কম পরিমাণে। সমস্ত কাঠ এই উনুনে পুড়বে। ফলে ধোঁয়া কম পরিমাণে বের হবে।
রাজ্য সরকারের উদ্যোগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় এই উনুন পেয়ে খুবই খুশি স্থানীয়রা। প্রাথমিকভাবে প্রায় ১৮০০ পরিবারের হাতে এই উনুন তুলে দেওয়া হয়েছে।
advertisement
পশ্চিমবঙ্গ সরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ গুপ্ত তিনি নিজে উপস্থিত থেকে এই উনুন ব্যবহারের উপযোগিতা সম্বন্ধে সকলকে বুঝিয়েছেন। এই উনুন শুধু সুন্দরবন লাগোয়া এলাকার মানুষজনের হাতে দেওয়া হয়েছে তা নয়। স্থানীয় বিদ্যালয় ও আইসিডিএস সেন্টারেও দেওয়া হয়েছে ।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2024 12:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জ্বলবে উনুন, ধোঁয়া হবে কম! গ্রীন হাউস গ্যাস কমাতে নয়া উদ্যোগ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের