জলযন্ত্রণায় নাজেহাল! এবার বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের, অবশেষে আশ্বাস এল...
- Published by:
- local18
Last Updated:
বিধায়কের বাড়ি ও অফিসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা
ডোমজুড়, হাওড়া, সন্তু মল্লিকঃ প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন এলাকা! এবার বিধায়কের বাড়ি ও অফিসের সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বিগত প্রায় দু’সপ্তাহ ধরে হাওড়ার ডোমজুড় শলপ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জল জমে রয়েছে। এবার সেই নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল থেকে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ি ও অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিধায়ক দ্রুত জল নামানোর আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তোলা হয়।
জল জমে থাকা প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক কল্যাণ বলেন, এখানে চাষের জমিতে বাড়ি হয়েছে। ফলে নীচু জায়গা হওয়ায় ভারী বৃষ্টির জেরে বাড়িতে জল ঢুকে যাচ্ছে। পঞ্চায়েতের তরফে দিনের বেলা জল নামানো হলেও রাতে ফের ভারী বৃষ্টির জেরে জল জমে যাচ্ছে। শলপ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে সব রকম ব্যবস্থা করা হয়েছে। জমা জলে গৃহবন্দী মানুষের বাড়িতে খাবার জল, খাবার সবই পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পেও জমা জল নিয়ে সমস্যার সমাধান করা হচ্ছে। জমা জল নামাতে পঞ্চায়েতের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বৃষ্টি কমলে তবেই জল নামবে বলে জানান বিধায়ক।
advertisement
আরও পড়ুনঃ পুলিশের খাল খিঁচে নেওয়ার নিদান বিজেপি বিধায়কের! পদ্ম ব্রিগেডের অবরোধ ঘিরে ধুন্ধুমার
চলতি বছর ভারী বৃষ্টির জেরে রাজ্যের বহু জায়গায় জল জমে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবার তৈরি হয়েছে বানভাসি পরিস্থিতি।
advertisement
হাওড়ার ডোমজুড় শলপ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা বিগত প্রায় ১৫ দিন জলমগ্ন। জলযন্ত্রণায় নাজেহাল এলাকাবাসী এদিন বিক্ষোভের পথ বেছে নেন। বিধায়কের বাড়ি ও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। শেষমেষ দ্রুত জল নামানোর আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তোলা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 11:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলযন্ত্রণায় নাজেহাল! এবার বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের, অবশেষে আশ্বাস এল...