#মূর্শিদাবাদ: সোমবারের পর ফের বুধবার ৷ আবারও উত্তেজনা ছড়াল মূর্শিদাবাদের বেলডাঙায় ৷ অন্যের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ উঠল বেলডাঙার ঘোষপাড়া বুথে ৷ এই ঘটনার জেরে গণ্ডোগোল শুরু হয় ওই বুথে ৷ অভিযোগ ওঠে বিজেপিকর্মীরা অন্যের হয়ে ভোট দিয়ে দিচ্ছেন ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷
আরও পড়ুন: ফের উত্তপ্ত মালদহ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা
১৪ মে গত সোমবার বেলডাঙার এই বুথেই ভোট চলাকালীন ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল ৷ এমনকী, ব্যালট পেপার জলে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতেই আজ ফের ওই বুথে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন ৷ কিন্তু এরপরেও এড়ানো গেল না অবাঞ্চিত সংঘর্ষ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agitation, Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Murshidabad, Panchayat polls 2018, Panchayat Polls live, Re-Election, Re-Polling, Reelection, Repolling, TMC, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮